ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
নির্বাচনের ৩ মাস আগে অন্তর্বর্তী সরকারকে পদত্যাগ করতে হবে

আগামী জাতীয় সংসদ নির্বাচনের তিন মাস আগে অন্তর্বর্তী সরকারের পদত্যাগসহ ১০ দফা প্রস্তাবনা ঘোষণা করেছে জাতীয় সংস্কার জোট।
আজ শনিবার (২১ জুন) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত ‘জুলাই সনদ- সংস্কার, বিচার ও নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় এসব প্রস্তাব উপস্থাপন করা হয়।
জাতীয় সংস্কার জোটের আহ্বায়ক মেজর (অব.) আমিন আহমেদ আফসারী প্রস্তাবনাগুলো তুলে ধরেন। এই জোটে চারটি জোট ও ৩৫টি রাজনৈতিক দল রয়েছে, যা ধাপে ধাপে আরও সম্প্রসারিত হওয়ার কথা বলে সংশ্লিষ্টরা জানান।
১০ দফা প্রস্তাবনা হলো—
১. অন্তর্বর্তী সরকারের সংস্কারের মধ্য দিয়ে সংস্কার নিশ্চিত করতে হবে। বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উদ্যমী সংগ্রামী ও জুলাই-আগস্টের বিপ্লবের চেতনা ধারণকারী ব্যক্তিদের নিয়ে সরকার পুনর্গঠন করা।
২. কালক্ষেপণ না করে আগামী ৫ আগস্ট বিজয়ের বর্ষপূর্তির আগেই সংস্কারের দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করা।
৩. অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ নয় বরং তাদেরকে হতে হবে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের স্পিরিটের সরকার, আবু সাঈদ মুগ্ধদের সরকার এবং নতুন বাংলাদেশ গড়ার সরকার বলে সুস্পষ্ট ঘোষণা দেওয়া।
৪. অনতিবিলম্বে সংস্কার ও নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ প্রকাশ করা।
৫. আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দ্রুত আইনশৃঙ্খলায় নিয়োজিত প্রতিষ্ঠানের সংস্কার ও পুনর্গঠন নিশ্চিত করা।
৬. জুলাই-আগস্টের অভ্যুত্থানে আহত সংগ্রামী বীরদের চিকিৎসা, নিরপত্তাসহ সব বিষয়ে পূর্ণ দৃশ্যত সহযোগিতা প্রদান নিশ্চিত করা।
৭. অভ্যন্তরীণ ও বৈদেশিক বিষয়ের নিবন্ধিত ও অনিবন্ধিত সব রাজনৈতিক দল বৈষম্যবিহীনভাবে আলোচনা করে সব সিদ্ধান্ত নিতে হবে। সব রাজনৈতিক দলগুলোকে সমভাবে গুরুত্ব দেওয়া।
৮. শিক্ষাকে গুরুত্ব দিয়ে শিক্ষা কমিশন গঠন করে দেশের শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করতে উদ্যোগ নেওয়া।
৯. সশস্ত্র বাহিনীর সংস্কার ও আধুনিকায়নে উদ্যোগ নেওয়া।
১০. নির্বাচনের তিন মাস পূর্বে তত্ত্বাবধায়ক সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে অন্তর্বর্তী সরকারকে পদত্যাগ করতে হবে। তা না হলে জাতীয় নির্বাচন বিতর্কিত হতে পারে।
এ বিষয়ে জাতীয় সংস্কার জোটের আহ্বায়ক মেজর (অব.) আমিন আহমেদ আফসারী বলেন, "জুলাই সনদ চব্বিশের শহিদদের রক্তে লেখা গুরুত্বপূর্ণ একটি জাতীয় দলিল হিসেবে এসব সংস্কার গণ্য করা হবে। পবিত্র এই দলিলটি সংস্কার, বিচার, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের পূর্বশর্ত এবং জাতীয় স্বার্থের রক্ষা কবজ হিসেবে ইতিহাস হয়ে থাকবে।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- ভালুকায় প্রথম পাঁচতারা হোটেল চালু করছে বেস্ট হোল্ডিংস
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার