ঢাকা, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২
নির্বাচনের ৩ মাস আগে অন্তর্বর্তী সরকারকে পদত্যাগ করতে হবে
আগামী জাতীয় সংসদ নির্বাচনের তিন মাস আগে অন্তর্বর্তী সরকারের পদত্যাগসহ ১০ দফা প্রস্তাবনা ঘোষণা করেছে জাতীয় সংস্কার জোট।
আজ শনিবার (২১ জুন) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত ‘জুলাই সনদ- সংস্কার, বিচার ও নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় এসব প্রস্তাব উপস্থাপন করা হয়।
জাতীয় সংস্কার জোটের আহ্বায়ক মেজর (অব.) আমিন আহমেদ আফসারী প্রস্তাবনাগুলো তুলে ধরেন। এই জোটে চারটি জোট ও ৩৫টি রাজনৈতিক দল রয়েছে, যা ধাপে ধাপে আরও সম্প্রসারিত হওয়ার কথা বলে সংশ্লিষ্টরা জানান।
১০ দফা প্রস্তাবনা হলো—
১. অন্তর্বর্তী সরকারের সংস্কারের মধ্য দিয়ে সংস্কার নিশ্চিত করতে হবে। বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উদ্যমী সংগ্রামী ও জুলাই-আগস্টের বিপ্লবের চেতনা ধারণকারী ব্যক্তিদের নিয়ে সরকার পুনর্গঠন করা।
২. কালক্ষেপণ না করে আগামী ৫ আগস্ট বিজয়ের বর্ষপূর্তির আগেই সংস্কারের দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করা।
৩. অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ নয় বরং তাদেরকে হতে হবে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের স্পিরিটের সরকার, আবু সাঈদ মুগ্ধদের সরকার এবং নতুন বাংলাদেশ গড়ার সরকার বলে সুস্পষ্ট ঘোষণা দেওয়া।
৪. অনতিবিলম্বে সংস্কার ও নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ প্রকাশ করা।
৫. আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দ্রুত আইনশৃঙ্খলায় নিয়োজিত প্রতিষ্ঠানের সংস্কার ও পুনর্গঠন নিশ্চিত করা।
৬. জুলাই-আগস্টের অভ্যুত্থানে আহত সংগ্রামী বীরদের চিকিৎসা, নিরপত্তাসহ সব বিষয়ে পূর্ণ দৃশ্যত সহযোগিতা প্রদান নিশ্চিত করা।
৭. অভ্যন্তরীণ ও বৈদেশিক বিষয়ের নিবন্ধিত ও অনিবন্ধিত সব রাজনৈতিক দল বৈষম্যবিহীনভাবে আলোচনা করে সব সিদ্ধান্ত নিতে হবে। সব রাজনৈতিক দলগুলোকে সমভাবে গুরুত্ব দেওয়া।
৮. শিক্ষাকে গুরুত্ব দিয়ে শিক্ষা কমিশন গঠন করে দেশের শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করতে উদ্যোগ নেওয়া।
৯. সশস্ত্র বাহিনীর সংস্কার ও আধুনিকায়নে উদ্যোগ নেওয়া।
১০. নির্বাচনের তিন মাস পূর্বে তত্ত্বাবধায়ক সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে অন্তর্বর্তী সরকারকে পদত্যাগ করতে হবে। তা না হলে জাতীয় নির্বাচন বিতর্কিত হতে পারে।
এ বিষয়ে জাতীয় সংস্কার জোটের আহ্বায়ক মেজর (অব.) আমিন আহমেদ আফসারী বলেন, "জুলাই সনদ চব্বিশের শহিদদের রক্তে লেখা গুরুত্বপূর্ণ একটি জাতীয় দলিল হিসেবে এসব সংস্কার গণ্য করা হবে। পবিত্র এই দলিলটি সংস্কার, বিচার, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের পূর্বশর্ত এবং জাতীয় স্বার্থের রক্ষা কবজ হিসেবে ইতিহাস হয়ে থাকবে।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ভারত: খেলাটি কবে, কোথায়, কখন-জানুন সময়সূচি
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: প্রথম দিনের খেলা শেষ, জানুন স্কোর
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- দুই বছর ডিভিডেন্ড না দেওয়ায় ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন
- আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঝড়ো শুরু, সরাসরি দেখুন এখানে(LIVE)
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: নাহিদ-মিরাজের জোড়া শিকার, সরাসরি(LIVE) দেখুন এখানে
- শিক্ষাবৃত্তি: প্রতি মাসে পাবে ৩ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- বিএসইসির সাবেক চেয়ারম্যান খায়রুল হোসেনের বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা