ঢাকা, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

নোয়াখালীর ৪ গ্রাম লণ্ডভণ্ড

২০২৫ জুন ২০ ০৯:৫৮:৪১

নোয়াখালীর ৪ গ্রাম লণ্ডভণ্ড

নোয়াখালীর সেনবাগ ও সুবর্ণচর উপজেলায় আকস্মিক টর্নেডোর আঘাতে চারটি গ্রাম সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) সকালে মাত্র দুই থেকে তিন মিনিট স্থায়ী এই ঝড়ো হাওয়ায় লণ্ডভণ্ড হয়ে যায় নবীপুর ইউনিয়নের বিষ্ণুপুর, দেবীসিংপুর, গোপালপুর এবং সুবর্ণচরের পূর্ব চরবাটার হাবিবিয়া গ্রাম। ঘণ্টায় প্রায় ৭০-৮০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া এই টর্নেডোর সঙ্গে ভারী বর্ষণ পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঝড়টি অতি স্বল্প সময়ের হলেও এর ধ্বংসযজ্ঞ ছিল ভয়াবহ। বহু ঘরের টিন উড়ে যায়, বড় বড় গাছ পড়ে ঘরবাড়ি ধসে পড়ে, অনেকের ঘরের ছাউনিও উড়ে যায়। শত শত গাছ উপড়ে পড়ে সড়ক ও গ্রামীণ পথঘাট বন্ধ হয়ে যায়।

নবীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আমিন উল্লা জানান, বিষ্ণুপুরে ৮টি, দেবীসিংপুরে ৭টি এবং গোপালপুরে ৬টি বসতঘর পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। আরও অন্তত ৩০টি ঘর আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। টর্নেডোর আঘাতে বহু গাছ উপড়ে গেছে এবং বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর ফলে ওইসব এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে।

সুবর্ণচরের বাসিন্দা নুর নবী বলেন, "এ রকম ঝড় জীবনে দেখিনি। হঠাৎ করে ঝড় শুরু হয়, কিছু বোঝার আগেই একটা বিশাল গাছ আমাদের ঘরের ওপর পড়ে। কোনো মতে আমরা বের হয়ে প্রাণে বাঁচি।"

আরেক ক্ষতিগ্রস্ত বাসিন্দা জানান, "এখানকার সবাই কৃষক আর দিনমজুর। শুধু ঘর নয়, অসংখ্য গাছপালা ভেঙে গেছে। এখন অনেকে পরিবার নিয়ে খোলা আকাশের নিচে রয়েছে। সব শেষ হয়ে গেছে।"

সেনবাগের ইউএনও মো. মহিউদ্দিন ও সুবর্ণচরের ইউএনও রাবেয়া আফসার সায়মা বলেন, মৌসুমি বায়ুর প্রভাবে স্থানীয়ভাবে এমন টর্নেডো সৃষ্টি হতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তারা।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ

বিশ্ববাজারে আবারও বাড়লো সোনার দাম

বিশ্ববাজারে আবারও বাড়লো সোনার দাম

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক বাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে সোনার দাম। মার্কিন ডলারের দরপতন এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদের হার কমাতে পারে—এমন... বিস্তারিত