ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
৫৮ সদস্যের জুলাই গণঅভ্যুত্থান উদ্যাপন কমিটি গঠন
.jpg)
গণঅভ্যুত্থানের মাস জুলাই-আগস্ট মাসকে ‘শোক ও বিজয়ের বর্ষপূর্তি’ হিসেবে পালন করবে বিএনপি। এ উপলক্ষে দলটি ৫৮ সদস্যের উদ্যাপন কমিটি গঠন করেছে।
বৃহস্পতিবার (১৯ জুন) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে দলের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হবে। রিজভীকেই এ উদ্যাপন কমিটির আহ্বায়ক এবং অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানকে সদস্য সচিব করা হয়েছে।
রিজভী আরও জানান, ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত অভ্যুত্থান সংশ্লিষ্ট ঘটনাগুলো ঘিরে নানা ধরনের কর্মসূচি পালন করা হবে। এর অংশ হিসেবে কয়েকটি উপ-কমিটি গঠনের পরিকল্পনাও রয়েছে।
তিনি বলেন, “শেখ হাসিনার দীর্ঘ ফ্যাসিবাদী শাসনামলে গণতন্ত্রকামী মানুষ যে আত্মত্যাগ করেছে, আমরা সেই ত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করব।”
জানা যায়, ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন’ শীর্ষক এই কমিটির অন্য সদস্যরা হলেন—খায়রুল কবির খোকন, হাবিব ঊন-নবী খান সোহেল, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আব্দুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, মওদুদ হোসেন আলমগীর পাভেল, মাহদী আমিন, সুলতান সালাহউদ্দিন টুকু, রকিবুল ইসলাম বকুল, কাজী ছাইয়েদুল আলম বাবুল, মাহবুবের রহমান শামীম, সৈয়দ শাহীন শওকত, আসাদুল হাবিব দুলু, জি কে গউস, সেলিম ভূঁইয়া, শরিফুল আলম, শামা ওবায়েদ, অনিন্দ্য ইসলাম অমিত, মাহমুদ হাসান খান বাবু, ব্যারিস্টার রুমিন ফারহানা, আফরোজা আব্বাস, সুলতানা আহমেদ, আতিকুর রহমান রুমন, রফিকুল আলম মজনু।
সদস্যদের মধ্যে আরও আছেন-সুলতানা আহমেদ, আতিকুর রহমান রুমন, রফিকুল আলম মজনু, আমিনুল হক, তানভীর আহম্মেদ রবিন, মোস্তফা জামান, আব্দুল মোনায়েম মুন্না, নুরুল ইসলাম নয়ন, হাসান জাফির তুহিন, শহিদুল ইসলাম বাবুল, এস এম জিলানী; রাজিব আহসান; আবদুস সাত্তার পাটোয়ারী; রাকিবুল ইসলাম রাকিব; নাছির উদ্দিন নাছির; আনোয়ার হোসাইন; নুরুল ইসলাম খান নাসিম; হেলাল খান; জাকির হোসেন রোকন; ইশতিয়াক আজিজ উলফাত; সাদেক খান; আবুল কালাম আজাদ; মজিবুর রহমান; মাও. কাজী সেলিম রেজা ; মাও. মোহাম্মদ আবুল হোসেন; ফারজানা শারমিন পুতুল; শামীমা সুলতানা লাকী; নাহরীন খান; তৌফিকুল ইসলাম মিথিল; আব্দুল্লাহ আল-মামুন; সাংবাদিক আমিরুল ইসলাম কাগজী; সাংবাদিক সাঈদ আব্দুল্লাহ; সাংবাদিক এহসান মাহমুদ ; সাংবাদিক সাঈদ খান; কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- ভালুকায় প্রথম পাঁচতারা হোটেল চালু করছে বেস্ট হোল্ডিংস
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার