ঢাকা, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
প্রেফারেন্স শেয়ার ইস্যুর আবেদন বাতিল

মূলধন সংগ্রহের পরিকল্পনার অংশ হিসেবে ২৫০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত নির্মাণ খাতের প্রতিষ্ঠান মীর আক্তার হোসেন লিমিটেড। এজন্য কোম্পাানিটি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে আবেদন জমা দিয়েছিল। কিন্তু বিএসইসি এ প্রস্তাব অনুমোদন না করে বাতিল করেছে।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
দেশের অন্যতম পুরোনো অবকাঠামো নির্মাণ প্রতিষ্ঠান মীর আক্তার হোসেন লিমিটেড সড়ক, সেতু, জলাধার, শিল্প কারখানাসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রকল্পে কাজ করে থাকে। কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার পর থেকে স্থিতিশীল ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করলেও সাম্প্রতিক সময়ে অর্থনৈতিক চাপে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।
মূলধন চাহিদা মেটাতে প্রেফারেন্স শেয়ার ইস্যুর মাধ্যমে অতিরিক্ত অর্থ সংগ্রহের পরিকল্পনা করেছিল কোম্পানিটি। কিন্তু সে আবেদন বাতিল হওয়ায় আপাতত মূলধন সংগ্রহ করতে পারছেনা কোম্পানি।
এ বিষয়ে বিএসইসি কিংবা কোম্পানির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
প্রকৌশল খাতের ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০২১ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ২০০ কোটি টাকা ও ১২০ কোটি ৭৭ লাখ ২০ হাজার টাকা। বর্তমানে কোম্পানিটির রিজার্ভের পরিমাণ ৩৯১ কোটি ৪৬ লাখ টাকা। কোম্পানিটি সর্বশেষ ৩০ জুন, ২০২৪ সালে সমাপ্ত অর্থবছরের বিনিয়োগকারীদের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। কোম্পানিটির ১২ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৪৭টি শেয়ারের মধ্যে ৪৮.৫৮ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ৬.৩৯ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ৪৫.০৩ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
প্রসঙ্গত, প্রেফারেন্স শেয়ার হচ্ছে এক ধরনের বিশেষধর্মী শেয়ার যা নির্দিষ্ট লভ্যাংশ প্রদান করে এবং মালিকদের কিছু নির্দিষ্ট অগ্রাধিকার দেয়। এই শেয়ার ইস্যু করার জন্য বিএসইসির অনুমোদন নেওয়া বাধ্যতামূলক।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলতি সপ্তাহে বেক্সিমকোর ফ্লোর প্রাইস ওঠার সম্ভাবনা
- স্বল্প মূল্যে কম্পিউটার স্কিল ট্রেনিং কোর্সে ভর্তির সুযোগ, আসন সীমিত
- ডুয়া নিউজের বিশেষ প্রতিযোগিতা, পুরস্কার ১ লক্ষ ৫০ হাজার টাকা!
- শেয়ারবাজারে তানিয়া শারমিন ও মাহবুব মজুমদার ৫ বছরের জন্য নিষিদ্ধ
- শেয়ারবাজারের ৩ প্রতিষ্ঠানের ২৯৬ কোটি টাকা মানি লন্ডারিং
- শেয়ারের অস্বাভাবিক দামের জন্য ডিএসইর সতর্কবার্তা
- শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যত গড়তে পাশে থাকবে ঢাবি অ্যালামনাই
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তার
- জুলাই স্মৃতি জাদুঘর: টেন্ডার ছাড়াই ১১১ কোটি টাকার কাজ পেল দুই প্রতিষ্ঠান
- ঢাবি অ্যালামনাই ও নিউ হরাইজন কানাডিয়ান স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ইপিএস ঘোষণার তারিখ জানাল দুই কোম্পানি
- ১৬ জুলাই সরকারি ছুটি কি-না? যা জানা যাচ্ছে
- ঢাবির জিয়া হলে ‘ক্যারিয়ার টক’ অনুষ্ঠিত
- শেয়ারের অস্বাভাবিক দাম নিয়ে ডিএসইর সতর্কতা
- ডিভিডেন্ড পেয়েছে চার কোম্পানির বিনিয়োগকারীরা