ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
কেএনএফ ইউনিফর্ম কাণ্ডে আটজন রিমান্ডে

চট্টগ্রামে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর জন্য ইউনিফর্ম তৈরির অভিযোগে গ্রেফতার হওয়া আটজনের প্রত্যেককে পাঁচ দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (১৮ জুন) চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মোস্তফা বায়েজিদ বোস্তামি থানা পুলিশের করা ১০ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন।
রিমান্ডে যাওয়া আটজন হলেন তারিকুল ইসলাম, তৌহিদুল ইসলাম, আতিকুর রহমান, জামালুল ইসলাম, কামরুজ্জামান, সাহেদুল ইসলাম, গোলাম আজম এবং নিয়াজ মোরশেদ।
তাদের মধ্যে তারিকুল ইসলাম চট্টগ্রাম-৮ আসনের সাবেক সংসদ সদস্য এবং মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সিডিএর সাবেক চেয়ারম্যান আবদুচ ছালামের ছোট ভাই। তিনি তাদের পারিবারিক মালিকানাধীন গার্মেন্টস কারখানা 'ওয়েল কমপোজিট নিট কেমিক্যাল ফেব্রিকস ডাইং'-এর ব্যবস্থাপনা পরিচালক।
গত ৩ জুন পুলিশ তারিকুল ইসলাম, তৌহিদুল ইসলাম ও আতিকুর রহমানকে প্রথম দফায় পাঁচ দিন করে রিমান্ডে নিয়েছিল। এর আগের দিন, ২ জুন রাতে নগরের চান্দগাঁওয়ের কালুরঘাট এলাকার একটি কারখানা থেকে তাদের সঙ্গে জামালুল ইসলামকেও গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।
এরও আগে ১৭ মে বায়েজিদ থানা এলাকার নয়ারহাটে রিংভো অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানা থেকে কেএনএফ-এর জন্য তৈরি ২০ হাজার ৩০০টি ইউনিফর্ম জব্দ করে নগর গোয়েন্দা পুলিশ। এসময় কারখানার মালিক সাহেদুল ইসলাম এবং ইউনিফর্ম তৈরির অর্ডারদাতা গোলাম আজম ও নিয়াজ মোরশেদকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে ২৬ মে রাতে একই থানার নয়াহাট এলাকার একটি গুদাম থেকে আরও ১১ হাজার ৭৮৫টি ইউনিফর্ম উদ্ধার করা হয়। দুই দিন পর, ২৮ মে, পাহাড়তলী থানার ডিটি রোডে অবস্থিত একটি গার্মেন্টস কারখানা থেকে আবারও প্রায় ১৫ হাজার ইউনিফর্ম জব্দ করে পুলিশ। এসময় গ্রেফতার করা হয় কারখানার মালিক কামরুজ্জামানকে।
এই ধারাবাহিক অভিযানে বিপুল পরিমাণ ইউনিফর্ম জব্দ এবং সংশ্লিষ্টদের গ্রেফতারের মধ্য দিয়ে কেএনএফ-এর জন্য সরবরাহচক্রের একটি গুরুত্বপূর্ণ অংশ উন্মোচিত হয়েছে বলে মনে করছে পুলিশ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার
- বিসিএসে স্বতন্ত্র বিভাগে অন্য বিভাগ অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ