ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
আইএমও নির্বাচন, বাংলাদেশের পক্ষে নরওয়ের সমর্থন পুনর্ব্যক্ত
.jpg)
বাংলাদেশ ২০২৬-২৭ মেয়াদের জন্য ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও) কাউন্সিলের ‘সি’ ক্যাটাগরিতে সদস্য হওয়ার জন্য প্রার্থিতা ঘোষণা করেছে। এ লক্ষ্যে বিভিন্ন দেশের সমর্থন আদায়ে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে সরকার। এর অংশ হিসেবে বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হকোন অ্যারাল্ড গুলব্র্যান্ডসেনের সঙ্গে বৈঠকে সমর্থন চেয়েছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
বুধবার (১৮ জুন) সকালে নৌপরিবহন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে উপদেষ্টা বলেন, বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ মেরিটাইম দেশ। চারটি সমুদ্রবন্দর, একটি গভীর সমুদ্রবন্দর নির্মাণাধীন এবং ১০ হাজার কিলোমিটারেরও বেশি অভ্যন্তরীণ নৌপথ রয়েছে। নদীমাতৃক এই দেশের প্রায় দুই-তৃতীয়াংশ মানুষ নৌ-নির্ভর পরিবহন ও বাণিজ্যের সঙ্গে যুক্ত।
তিনি আরও জানান, বর্তমানে দেশে ৫ হাজারের বেশি জাহাজ আসে, ৯৫টি সমুদ্রগামী ও ২০ হাজার উপকূলীয় জাহাজ রয়েছে। বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্প বিশ্ববাজারে জায়গা করে নিয়েছে এবং জাহাজ পুনর্ব্যবহার খাতেও দেশটি নেতৃত্ব দিচ্ছে। ২১ হাজারেরও বেশি প্রশিক্ষিত নাবিক এবং নারী অংশগ্রহণের বিষয়টিও তুলে ধরেন উপদেষ্টা।
আইএমও কাউন্সিল সদস্য পদে বাংলাদেশের প্রার্থিতার পেছনে রয়েছে বৈশ্বিক মেরিটাইম নীতিনির্ধারণে ভূমিকা রাখা এবং টেকসই সামুদ্রিক উন্নয়নের প্রতিশ্রুতি বাস্তবায়ন। উপদেষ্টা বাংলাদেশের পক্ষে নরওয়ের সমর্থন কামনা করেন এবং দেশটির সরকারকে দেশের জাহাজ শিল্পে বিনিয়োগের আহ্বান জানান।
নরওয়ের রাষ্ট্রদূত বাংলাদেশ-নরওয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক, উন্নয়ন সহযোগিতা ও জাহাজ পুনর্ব্যবহার খাতে যৌথ কাজের ভূয়সী প্রশংসা করেন। তিনি বাংলাদেশের পরিবেশ সুরক্ষা, জলবায়ু সচেতনতা এবং আইএমও কনভেনশন বাস্তবায়নের অগ্রগতির প্রশংসা করে আইএমও নির্বাচনে বাংলাদেশের প্রার্থিতার প্রতি নরওয়ের সমর্থন পুনর্ব্যক্ত করেন। একইসঙ্গে তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশও ভবিষ্যতে নরওয়ের প্রার্থিতাকে সমর্থন করবে।
উপদেষ্টা শেষদিকে মাতারবাড়ি ও মোংলা গভীর সমুদ্রবন্দর উন্নয়নে নরওয়ের কারিগরি ও আর্থিক সহায়তার সম্ভাবনার দিকটি তুলে ধরেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- ভালুকায় প্রথম পাঁচতারা হোটেল চালু করছে বেস্ট হোল্ডিংস
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার