ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
যুক্তরাষ্ট্রসহ তিন দেশে নতুন রাষ্ট্রদূত পাঠাচ্ছে সরকার
.jpg)
সরকার যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড এবং কানাডায় নতুন রাষ্ট্রদূত ও হাইকমিশনার নিয়োগ দিতে যাচ্ছে। এই রদবদলের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বর্তমান রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামকে নতুন পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে। তার স্থলাভিষিক্ত হতে পারেন জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম।
এদিকে, বিদায়ী পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনকে কানাডার নতুন হাইকমিশনার করা হচ্ছে। বর্তমানে কানাডায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্বে থাকা নাহিদা সোবহানকে জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে পাঠানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঢাকা, ওয়াশিংটন, অটোয়া এবং জেনেভায় অবস্থানরত কূটনৈতিক সূত্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক শীর্ষ কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন, সংশ্লিষ্ট তিন দেশে নতুন রাষ্ট্রদূত নিয়োগের প্রস্তাব ইতোমধ্যে পাঠানো হয়েছে। অনুমোদনের অপেক্ষায় থাকা এই নিয়োগ চূড়ান্ত হলে সংশ্লিষ্টরা দ্রুত নতুন কর্মস্থলে যোগ দেবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, আসাদ আলম সিয়াম সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহেই ২৮তম পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব নেবেন। তিনি শিগগিরই ঢাকায় ফিরবেন।
উল্লেখ্য, আসাদ আলম সিয়াম বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা। এর আগে তিনি ভিয়েনায় জাতিসংঘ কার্যালয় এবং ফিলিপাইনে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম (১৭তম ব্যাচ) শ্রীলঙ্কায় হাইকমিশনার এবং বর্তমানে জেনেভায় জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্বে আছেন। জসীম উদ্দিন (১৩তম ব্যাচ) চীন, কাতার ও গ্রিসে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন, আর নাহিদা সোবহান (১৫তম ব্যাচ) দায়িত্ব পালন করেছেন জর্ডান, সিরিয়া ও ফিলিস্তিনে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার
- ভালুকায় প্রথম পাঁচতারা হোটেল চালু করছে বেস্ট হোল্ডিংস