ঢাকা, রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

বেসরকারিতে প্রথমবারের মতো পিএইচডি চালু করছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়

ডুয়া নিউজ- বিশ্ববিদ্যালয়
২০২৫ জুন ১৮ ০৯:১৮:৩৫
বেসরকারিতে প্রথমবারের মতো পিএইচডি চালু করছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়

বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ইতিহাসে প্রথমবারের মতো পিএইচডি প্রোগ্রাম চালু করতে যাচ্ছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়।

সোমবার (১৬ জুন) সন্ধ্যায় রাজধানীর মেরুল বাড্ডায় বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসে লন্ডনের একটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে এই পিএইচডি প্রোগ্রামের উদ্বোধন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়।

জানা গেছে, ইউনিভার্সিটি অব লন্ডনের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ (এসওএএস)-এর সঙ্গে যৌথভাবে এ প্রোগ্রাম পরিচালিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে ইউজিসি ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে পিএইচডি চালুর দাবি বহুদিনের। তবে ইউজিসি সবসময় শিক্ষার মান ও বিশ্ববিদ্যালয়গুলোর সক্ষমতা যাচাইয়ের পরই অনুমোদনের কথা বলেছে।

গত মে মাসে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ ঘোষণা দিয়েছিলেন, যাচাই-বাছাই শেষে যোগ্য বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে পিএইচডি প্রোগ্রাম চালুর অনুমতি দেওয়া হবে। তার ঘোষণার এক মাসের মধ্যেই ব্র্যাক বিশ্ববিদ্যালয় এই প্রোগ্রাম চালু করল যা দেশের উচ্চশিক্ষা খাতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

উত্তাল শিক্ষার্থীরা, অবরোধ মহাসড়ক

উত্তাল শিক্ষার্থীরা, অবরোধ মহাসড়ক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস দ্রুত বাস্তবায়নের দাবিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থী, শিক্ষক ও সচেতন নাগরিকরা একত্রিত হয়ে শাহজাদপুরের বিসিক বাসস্ট্যান্ড... বিস্তারিত