ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

বাংলাদেশকে যে আশ্বাস দিল জাতিসংঘ

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুন ১৭ ২১:৫২:৪৮
বাংলাদেশকে যে আশ্বাস দিল জাতিসংঘ

রোহিঙ্গা সংকট মোকাবিলায় ক্রমবর্ধমান অর্থনৈতিক চাহিদা ও অর্থায়নের ঘাটতি মোকাবেলায় ব্যয় অপ্টিমাইজেশন এবং সম্পদ সংগ্রহে জাতিসংঘের বিভিন্ন উদ্যোগ চলমান রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিস গুইন।

মঙ্গলবার তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মো. রুহুল আলম সিদ্দিকীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ মন্তব্য করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সাক্ষাৎকালে মিস লুইস বাংলাদেশে জাতিসংঘের চলমান বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। এর মধ্যে এলডিসি উত্তরণে সহায়তা, কর্মসংস্থান সৃষ্টি, অভিবাসন, জলবায়ু অর্থায়ন, ওয়ান হেলথ প্রোগ্রাম, নির্বাচন সহায়তার ব্যাপারে বাংলাদেশ সরকারকে সহায়তা করার আশ্বাস দেন তিনি।

ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব জাতিসংঘের নিরবচ্ছিন্ন সহায়তা ও সম্পৃক্ততার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও বাংলাদেশের উন্নয়ন ও মানবিক কার্যক্রমকে এগিয়ে নিতে উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবেলায় দীর্ঘমেয়াদি ও টেকসই সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত