ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

আলোচনায় জামায়াতের অনুপস্থিতি, যা বললেন প্রেস সচিব

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুন ১৭ ২০:১১:১০
আলোচনায় জামায়াতের অনুপস্থিতি, যা বললেন প্রেস সচিব

জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় মঙ্গলবার জামায়াতে ইসলামী অংশগ্রহণ না করলেও বুধবার দলটি অংশ নেবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সংলাপে জামায়াতে ইসলামীর অনুপস্থিতিকে ‘বয়কট’ বলতে নারাজ প্রেস সচিব।

মঙ্গলবার (১৭ জুন) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত দ্বিতীয় দিনের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

প্রেস সচিব বলেন, জামায়াত বুধবারের বৈঠকে যোগ দেবে বলে নিশ্চিত করেছে। তবে তারা মঙ্গলবার কেন আসেনি, সে বিষয়ে কোনো নির্দিষ্ট ব্যাখ্যা দেয়নি।

শফিকুল আলম বলেন, অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে এবং জুলাই আন্দোলনে অংশ নেওয়া সব রাজনৈতিক দল ও পক্ষকে সমান গুরুত্ব দিচ্ছে। কাউকে আলাদা করে দেখা হচ্ছে না।

লন্ডনে তারেক রহমান ও প্রধান উপদেষ্টার যৌথ বিবৃতি নিয়ে জামায়াত ও এনসিপির উদ্বেগ প্রসঙ্গে তিনি বলেন, এতে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠার কিছু নেই। মালয়েশিয়াসহ বহু দেশেই সরকার রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসে—এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কমিশনের পক্ষপাতিত্বের অভিযোগের প্রেক্ষিতে শফিক বলেন, জাতীয় ঐকমত্য কমিশন সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখছে। সব অংশীজন নিয়ে সিদ্ধান্তে পৌঁছাতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

কমিশনের দ্বিতীয় পর্বের আলোচ্যসূচি নিয়ে প্রেস সচিব জানান, খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা হচ্ছে। আগামী ১২ কার্যদিবসের মধ্যে আলোচ্য এসব বিষয়ে সর্বসম্মতিক্রমে একটি সুরাহায় আসা হবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত