ঢাকা, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২
জুলাই সনদ ঘোষণা না হলে হবে ‘লাল মার্চ’

ঢাবি প্রতিনিধি: ২৫ জুনের মধ্যে জুলাই সনদ ঘোষণা করা না হলে রাজধানীর শাহবাগ মোড় থেকে মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে 'লাল মার্চ' করার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।
সোমবার (১৬ জুন) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী।
সংবাদ সম্মেলনে অবিলম্বে জুলাই সনদ সম্পর্কিত ১৩ দফা প্রস্তাবনা পেশ করে ইনকিলাব মঞ্চ। এতে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই '২৪ এর গণহত্যায় জড়িতদের বিচার দাবি করা হয়।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী বলেন, জুলাইয়ের শহীদদের রক্তের ওপর ভিত্তি করে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। সেই শহিদদের আকাঙ্ক্ষা পূরণ করা এই সরকারের নৈতিক দায়িত্ব। কেবল নির্বাচন দেওয়ার জন্য এই সরকার গঠিত হয়নি। ২০১৮ সালের নির্বাচনে যেসব ডিসিরা রাতের আঁধারে ব্যালট বাক্স ভরে রেখেছিলো তারা এখনো বহাল তবিয়তে আছে। এখন নির্বাচন হলে তারা আবার রিটার্নিং কর্মকর্তা হবে। তারা আবারও টাকা খেয়ে ভোট কারচুপি করবে।
পাশাপাশি, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বেই জুলাই গণহত্যার বিচার ও সংরক্ষিত নারী আসনের ক্ষেত্রে প্রাপ্ত ভোটের অনুপাতে সংসদে আসন বরাদ্দের দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে জুলাই সনদের বিষয়বস্তুতে ইনকিলাব মঞ্চের ১৩ দফা প্রস্তাবনা পাঠ করেন হাদী। প্রস্তাবিত দফাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো : '৪৭, '৭১ ও '২৪ এর গণঅভ্যুত্থানের শহীদদের রাষ্ট্রের শ্রেষ্ঠ সন্তান হিসেবে ঘোষণা দেওয়া, বিগত সরকারের সময়ে অনুষ্ঠিত তিন নির্বাচনকে বাতিল ঘোষণা করে সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনা, ৩৬ জুলাইকে (৫ আগষ্ট) জাতীয় মুক্তি দিবস ঘোষণা করা, জুলাই গণহত্যাসহ বিগত সময়ের সকল গণহত্যার বিচার নিশ্চিত করা।
এছাড়াও, সংবিধান থেকে জনবিরোধী এবং জুলাই সনদের সাথে সাংঘর্ষিক সকল উপধারা বাতিল করে জুলাই সনদকে সংবিধানভুক্ত করা ও জনসাধারণের বোধগম্য ভাষায় উপস্থাপন এবং তা চুড়ান্ত করার পূর্বে জনগণের মতামত নেওয়ার জন্য ওয়েবসাইটে প্রকাশ করা ইত্যাদি।জুলাই সনদ ঘোষণা ও গণহত্যা বিচারের দাবি ইনকিলাব মঞ্চের
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি বলেন, জাতীয় নির্বাচন এর বিকল্প নেই কিন্তু নির্বাচন এর আগে অবশ্যই মৌলিক সংস্কার দরকার। পূর্বের শাসনামলের মতো নির্বাচন না চাইলে অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, সংস্কার কমিটি গঠন ও প্রতিটা নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত করতে হবে। নির্বাচনী পরিবেশ নিশ্চিত হলে গত ১৫ বছর যারা ভোট দিতে পারেনি, তাঁরা ও ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বলে জানান তিনি।
হতাশা প্রকাশ করে হাদী বলেন, এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো সংস্কার হয়নি। জুলাই হত্যায় যারা জড়িত ছিলো তাদের এখনো বিচার হয়নি। বিদেশে পাচার হওয়া কোটি কোটি টাকা এখনো অন্তর্বর্তী সরকার ফিরিয়ে আনতে পারে নাই। এছাড়া সংরক্ষিত নারী আসনে একজন নারীর পক্ষে ৩ টি আসনে প্রচারণা চালানো সম্ভব না উল্লেখ করেন হাদী। ভোট শেষে জাতীয় নির্বাচনে নারী ভোটারদের সংখ্যা যে দল যত পার্সেন্ট পাবে তার অনুপাতে সংসদে নারী আসন হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ঘোষণা দিয়েও শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দেয়নি ১৭ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- শেয়ারবাজারে হাহাকার, ৮ দিনে ৪২ হাজার কোটি টাকা গায়েব!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- পতন তান্ডবে শেয়ারবাজারে ছোটদের কফিনেও বড় পেরেক!
- লাফার্জ হোলসিমের উচ্চ মুনাফার 'অ্যাগ্রিগেটস' ব্যবসা
- শেয়ারবাজারে সচেতনতা বাড়াতে এবার যুক্ত হচ্ছে মাঠ প্রশাসন
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১৭ কোম্পানির ডিভিডেন্ড
- মার্জিন ঋণ নিয়ে গুজব, বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান বিএসইসির
- ডিভিডেন্ড ঘোষণা করেছে বিএসআরএম লিমিটেড
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি