ঢাকা, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২
নির্বাচনের আগেই পাঁচ ব্যাংক একীভূত হবে: গভর্নর
দেশের পাঁচটি বেসরকারি ইসলামী ব্যাংককে খুব শিগগিরই একীভূত করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তবে এ প্রক্রিয়ায় কোনো ব্যাংককর্মী চাকরি হারাবেন না বলে তিনি স্পষ্টভাবে জানান।
রোববার (১৫ জুন) বাংলাদেশ ব্যাংকের বোর্ড রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গভর্নর বলেন, নির্বাচনের জন্য অপেক্ষা না করেই আগামী কয়েক মাসের মধ্যে এই পাঁচটি ব্যাংক একীভূত হবে। এটি একটি চলমান প্রক্রিয়া, যার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। আশা করছি, ভবিষ্যত সরকারও এই প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাবে।
কর্মীদের উদ্দেশে আশ্বাস দিয়ে তিনি বলেন, কেউ চাকরি হারাবে না। তবে শাখা কাঠামোয় কিছুটা পরিবর্তন আনতে হতে পারে। বিশেষ করে যেসব শাখা শহরাঞ্চলে অতিরিক্ত আছে, সেগুলোর কিছু গ্রামীণ এলাকায় স্থানান্তর করা হতে পারে।
পাচার হওয়া সম্পদ ফেরত আনার বিষয়ে গভর্নর বলেন, এই প্রক্রিয়া সময়সাপেক্ষ। আদালতের চূড়ান্ত রায় ছাড়া অর্থ উদ্ধার সম্ভব নয়। এজন্য আমাদের তথ্য-উপাত্ত সংগ্রহ করে আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
এর আগে তিনি জানান, দুর্বলতার কারণে ছয়টি ব্যাংককে জুলাইয়ের মধ্যে সরকারের অধীনে আনা হবে এবং প্রয়োজনীয় মূলধন সরবরাহ করা হবে। তবে এটি সাময়িক ব্যবস্থা। পুনর্গঠনের পর এসব ব্যাংকের শেয়ার জনসাধারণ এবং আন্তর্জাতিক কৌশলগত বিনিয়োগকারীদের কাছে হস্তান্তর করা হবে।
গভর্নর বলেন, চার বছরের মধ্যে এসব ব্যাংকের ক্যাপিটাল অ্যাডেকোয়েসি রেশিও ১২.৫ থেকে ১৫ শতাংশে উন্নীত করা হবে।
একীভূত ও পুনর্গঠনের আওতায় আসা ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ব্যাংক এবং এক্সিম ব্যাংক। এর মধ্যে পাঁচটি ছিল এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে এবং একটি নজরুল ইসলাম মজুমদারের নিয়ন্ত্রণাধীন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: চলছে টি-২০ ম্যাচ-সরাসরি দেখুন এখানে (LIVE)
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত, এক ক্লিকেই জানুন ফলাফল
- কিছুক্ষণের মধ্যেই মেডিকেল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- কিছুক্ষণ পর ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টি-২০ ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- IPL মিনি নিলাম ২০২৬: কবে, কখন, জানুন বাজেট-বিস্তারিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: কখন,কোথায়-যেভাবে দেখবেন টি-২০ ম্যাচটি
- আজ দুপুরে মেডিকেল-ডেন্টাল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- আজ IPL নিলাম: জানুন সময়সূচি-সরাসরি দেখার উপায় (LIVE)
- IPL নিলাম ২০২৬: সরাসরি দেখুন এখানে (LIVE)
- মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা শান্ত, জেনে নিন কাট মার্ক
- IPL নিলাম ২০২৬: ৯.২ কোটিতে দল পেল মুস্তাফিজ-জানুন তাসকিনের অবস্থান
- বাংলাদেশ বনাম পাকিস্তান: ব্যাটিংয়ে বাংলাদেশ-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- চলছে IPL নিলাম ২০২৬: যে দামে বিক্রি হলেন মুস্তাফিজ
- বাংলাদেশ বনাম আফগানিস্তান: শ্বাসরুদ্ধকর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: টি-টোয়েন্টি ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)