ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২
নির্বাচনের আগেই পাঁচ ব্যাংক একীভূত হবে: গভর্নর
.jpg) 
                                    দেশের পাঁচটি বেসরকারি ইসলামী ব্যাংককে খুব শিগগিরই একীভূত করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তবে এ প্রক্রিয়ায় কোনো ব্যাংককর্মী চাকরি হারাবেন না বলে তিনি স্পষ্টভাবে জানান।
রোববার (১৫ জুন) বাংলাদেশ ব্যাংকের বোর্ড রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গভর্নর বলেন, নির্বাচনের জন্য অপেক্ষা না করেই আগামী কয়েক মাসের মধ্যে এই পাঁচটি ব্যাংক একীভূত হবে। এটি একটি চলমান প্রক্রিয়া, যার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। আশা করছি, ভবিষ্যত সরকারও এই প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাবে।
কর্মীদের উদ্দেশে আশ্বাস দিয়ে তিনি বলেন, কেউ চাকরি হারাবে না। তবে শাখা কাঠামোয় কিছুটা পরিবর্তন আনতে হতে পারে। বিশেষ করে যেসব শাখা শহরাঞ্চলে অতিরিক্ত আছে, সেগুলোর কিছু গ্রামীণ এলাকায় স্থানান্তর করা হতে পারে।
পাচার হওয়া সম্পদ ফেরত আনার বিষয়ে গভর্নর বলেন, এই প্রক্রিয়া সময়সাপেক্ষ। আদালতের চূড়ান্ত রায় ছাড়া অর্থ উদ্ধার সম্ভব নয়। এজন্য আমাদের তথ্য-উপাত্ত সংগ্রহ করে আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
এর আগে তিনি জানান, দুর্বলতার কারণে ছয়টি ব্যাংককে জুলাইয়ের মধ্যে সরকারের অধীনে আনা হবে এবং প্রয়োজনীয় মূলধন সরবরাহ করা হবে। তবে এটি সাময়িক ব্যবস্থা। পুনর্গঠনের পর এসব ব্যাংকের শেয়ার জনসাধারণ এবং আন্তর্জাতিক কৌশলগত বিনিয়োগকারীদের কাছে হস্তান্তর করা হবে।
গভর্নর বলেন, চার বছরের মধ্যে এসব ব্যাংকের ক্যাপিটাল অ্যাডেকোয়েসি রেশিও ১২.৫ থেকে ১৫ শতাংশে উন্নীত করা হবে।
একীভূত ও পুনর্গঠনের আওতায় আসা ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ব্যাংক এবং এক্সিম ব্যাংক। এর মধ্যে পাঁচটি ছিল এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে এবং একটি নজরুল ইসলাম মজুমদারের নিয়ন্ত্রণাধীন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ভারত বনাম অস্ট্রেলিয়া:কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি ফ্রিতে দেখুন(LIVE)
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল
- নেগেটিভ ইকুইটি মুক্ত করতে মার্জিন ঋণে তালা মারছে বিএসইসি
- এবারও বিনিয়োগকারীদের হতাশ করল মিরাকেল ইন্ডাস্ট্রিজ
 
                         
                     
             
            -300x200.jpg) 
             
             
            -300x200.jpg) 
             
             
            -300x200.jpg) 
             
                    -100x66.jpg) 
                    