ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

‘তারেক রহমান অল্প সময়ের মধ্যে দেশে ফিরবেন’

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুন ১২ ২২:৩৯:০৪
‘তারেক রহমান অল্প সময়ের মধ্যে দেশে ফিরবেন’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অল্প সময়ের মধ্যেই দেশে ফিরবেন।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে গাজীপুরের মাওনা চৌরাস্তার আর এস ক্যাফে রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

লন্ডন সফররত প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠক প্রসঙ্গে এ জেড এম জাহিদ হোসেন বলেন, আজকে বাংলাদেশের গণতন্ত্র নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে, নির্বাচন নিয়ে যে সংশয় তৈরি হয়েছে, যে কালো মেঘ দেখা দিয়েছে- এ বৈঠকের মাধ্যমে তা কেটে যাবে। এর মাধ্যমে ঘাতকের বিচার, প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন ও পাচারকৃত অর্থ ফেরত এনে দেশ পুনর্গঠনে ব্যয় করার পথ খুলবে।

জুলাই-আগস্ট আন্দোলনে শ্রীপুরে নিহত ও আহত ১২ পরিবারের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সহায়তা তুলে দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এ সময় তিনি বলেন, আন্দোলন-সংগ্রামে জীবন দেওয়া এসব পরিবারের পাশে বিএনপি ও জিয়া পরিবার সবসময় ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।

ডা. জাহিদ হোসেন বলেন, বিএনপি মানুষের দল। আমাদের কাছে দেশের মানুষ আর দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বই আগে। শত ষড়যন্ত্র আর বাধা এলেও বিএনপি কখনও দেশ ছেড়ে পালায়নি, পালাবে না। মানুষের অধিকার আদায়ে এই দল জনগণের পাশে থেকে কাজ করে যাবে।

অনুষ্ঠান শেষে প্রয়াত শ্রীপুর পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট কাজী খান ও সাধারণ সম্পাদক শহিদুল্লাহ শহিদের পরিবারের খোঁজখবর নেন অধ্যাপক ডা. জাহিদ হোসেন। পরে উপজেলার ধামলই গ্রামে আওয়ামী লীগ সরকারের আমলে কারাগারে নিহত বিএনপি নেতা হীরা খানের কবর জিয়ারত ও তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত