ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

হাজীদের ফিরতি যাত্রা নিয়ে জরুরি নির্দেশনা

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুন ১১ ২৩:০৪:২১
হাজীদের ফিরতি যাত্রা নিয়ে জরুরি নির্দেশনা

বাংলাদেশ বিমান এয়ারলাইন্স হজযাত্রীদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হজ পালন শেষে যাত্রীদের ফিরতি যাত্রা এবং অন্যান্য প্রয়োজনীয় সেবার জন্য ঢাকাসহ চট্টগ্রাম ও সিলেটের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে। একই সঙ্গে অতি জরুরি প্রয়োজনে জেদ্দা বা মদিনায় বিমানের অফিসে যোগাযোগের পরামর্শও দেওয়া হয়েছে।

বিমানের পক্ষ থেকে জানানো হয়, প্রতিবছরের মতো এবারও হজ মৌসুমে মক্কা ও মদিনায় অস্থায়ী অফিস স্থাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে, যাতে হজযাত্রীদের ফিরতি যাত্রা নির্বিঘ্নভাবে সম্পন্ন করা যায়। তবে সাম্প্রতিক সময়ে সৌদি সরকার বাংলাদেশসহ ১৪টি দেশের নাগরিকদের জন্য সাময়িকভাবে ভিসা নিষিদ্ধ করেছে। এ কারণে বিমানের কর্মকর্তা-কর্মচারীরা যথাযথভাবে ভিসার আবেদন ও প্রক্রিয়া সম্পন্ন করলেও এখনো সৌদি আরবে গিয়ে সেবা কার্যক্রম শুরু করতে পারছেন না।

এই পরিস্থিতিতে, হজযাত্রীদের টিকিট পরিবর্তনসহ যাবতীয় ফিরতি কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য হজ এজেন্সি এবং প্রতিনিধিদের বাংলাদেশের সংশ্লিষ্ট অফিসগুলোর সঙ্গে অফিস সময়ের মধ্যে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, হজযাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করেছে এবং পরিস্থিতির উন্নতি সাপেক্ষে দ্রুতই সৌদিতে অস্থায়ী অফিস কার্যক্রম শুরু করা হবে।

বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানা—

বিমান ভবন, মতিঝিল, ঢাকা, বাংলাদেশ।ফোন: +৮৮০২-২২৩৩৫৭০০২, +৮৮০১৭২৭৯৯০৯২২ই-মেইল: [email protected]

চট্টগ্রাম: বিমান ভবন, ১/২ সিডিএ এভিনিউ, পূর্ব নাসিরাবাদ, চট্টগ্রাম।ফোন: +৮৮০১৭৭৭৭১৫৭০০, +৮৮০১৭৭৭৭১৫৭২৩, +৮৮০১৭৭৭৭১৫৭২৫ই-মেইল: [email protected]

সিলেট: মজুমদারি, এয়ারপোর্ট রোড, সিলেট।ফোন: +৮৮০১৭৭৭৭১৫৭১০, +৮৮০১৭২৫২৩৫৬৬৪ই-মেইল: [email protected]

এছাড়া, জরুরি প্রয়োজনে হজযাত্রীদের বিমান জেদ্দা সিটি অফিস বা বিমান মদিনা সিটি অফিসে যোগাযোগ করতে বলে হয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত