ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

ড. ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন ব্রিটিশ বাণিজ্য মন্ত্রী

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুন ১১ ২২:০৪:৩৯
ড. ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন ব্রিটিশ বাণিজ্য মন্ত্রী

যুক্তরাজ্যে সফররত প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ব্রিটিশ ব্যবসা ও বাণিজ্য মন্ত্রী এবং ট্রেড বোর্ডের সভাপতি জোনাথন রেনল্ডসের সঙ্গে বৈঠক করেছেন। বুধবার (১১ জুন) লন্ডনে ব্রিটিশ পার্লামেন্ট ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে, ৯ জুন সন্ধ্যায় চার দিনের সফরে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। পরদিন ১০ জুন দুপুরে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান।

সফরের দ্বিতীয় দিন (১০ জুন) প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন কমনওয়েলথের মহাসচিব শার্লি আয়োরকর বোচওয়ে। বৈঠকে তিনি বলেন, “বাংলাদেশ যদি সাংবিধানিক সংস্কার চায়, কমনওয়েলথ তাতে সহযোগিতা করতে প্রস্তুত।” তিনি আরও জানান, আগামী পাঁচ বছরে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা, বাণিজ্য বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সদস্য রাষ্ট্রগুলোর সহায়তা হবে সংগঠনের প্রধান লক্ষ্যগুলোর মধ্যে অন্যতম।

এছাড়াও ১০ জুন অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠক করেন ইউরোপীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ওয়াউটার ভ্যান ভার্শ এবং ব্রিটিশ বিমানসেবা প্রতিষ্ঠান মেনজিস অ্যাভিয়েশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট চার্লস ওয়াইলি। তারা বাংলাদেশ সরকারের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়তে আগ্রহ প্রকাশ করেছেন।

আগামী ১৩ জুন সকালে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে ড. ইউনূসের।

সফরের এক গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন অধ্যাপক ইউনূস। এ সময় রাজা চার্লসের হাত থেকে তিনি ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন।

এই সফরে তার সঙ্গে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আবদুল মোমেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত