ঢাকা, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২
বৈষম্যবিরোধী নেতাদের ওপর হা'মলা

মাদারীপুরে জুলাই মাসের গণ–অভ্যুত্থানে শহিদ ও আহত শিক্ষার্থীদের বাড়িতে মৌসুমি ফল বিতরণ শেষে ফেরার পথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার রাত আটটার দিকে রাজৈর উপজেলার সীমান্তবর্তী গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ছাগলছিড়া এলাকায় এ হামলা হয়।
এ ঘটনায় মাদারীপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আশিকুর ইসলাম (২৩) ও কিরণ আক্তার (২৬) গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আহত হয়েছেন সংগঠনের সদস্যসচিব মাসুম বিল্লাহ, যুগ্ম আহ্বায়ক দিয়া ইসলাম ও মিথিলা ফারজানাও। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জুলাই আন্দোলনের শহিদ ও আহত পাঁচ শিক্ষার্থীর বাড়িতে মৌসুমি ফল বিতরণের পর ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা মাদারীপুরে ফেরার পথে ছাগলছিড়া এলাকার একটি রেস্তোরাঁয় যাত্রা বিরতি নেন। সেখানে এক যাত্রীবাহী বাসের কর্মীরা নেতাকর্মীদের উদ্দেশে কটূক্তি করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রতিবাদ জানাতে কয়েকজন নেতাকর্মী বাসে উঠলে বাসকর্মীদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বাসের শ্রমিক ও রেস্তোরাঁর কিছু কর্মী একত্র হয়ে লাঠিসোঁটা নিয়ে ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলা চালায়।
স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে মাদারীপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
মাদারীপুর জেলা হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ডা. অখিল সরকার জানান, দুজন আহত নেতাকর্মী ভর্তি রয়েছেন এবং কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
দিয়া ইসলাম অভিযোগ করেন, হামলার সময় নারী সদস্যরাও মারধরের শিকার হয়েছেন।
গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব জাবের বিন নূর বলেন, রেস্তোরাঁয় খাবার খাওয়ার সময় পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা চালানো হয়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং দোষীদের দ্রুত বিচারের দাবি জানাই।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং বাকিদের ধরতে অভিযান চলছে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাহাঙ্গীর আলম বলেন, হামলার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায় এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ১১ কোম্পানিতে
- কোম্পানি পুরোদমে উৎপাদনে, তারপরও শঙ্কায় বিনিয়োগকারীরা!
- বিও অ্যাকাউন্টের ফি নিয়ে বিনিয়োগকারীদের সুখবর দিল বিএসইসি
- মার্জারের সাফল্যে উজ্জ্বল ফার কেমিক্যাল
- তালিকাভুক্ত কোম্পানির ১৫ লাখ শেয়ার কেনার ঘোষণা
- শেয়ারবাজারে তালিকাভুক্তির পর প্রথম ‘নো ডিভিডেন্ড’
- তদন্তের খবরে থামছে দুই কোম্পানির ঘোড়দৌড়
- বিমা আইন সংস্কার: বিনিয়োগ ও আস্থায় নতুন দিগন্ত
- ডেনিম উৎপাদন বাড়াতে এভিন্স টেক্সটাইলসের বড় পরিকল্পনা
- শেয়ারবাজারে রেকর্ড: বছরের সর্বোচ্চ দামে ১৭ কোম্পানি
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- আট কোম্পানির শেয়ার নিয়ে কাড়াকাড়ি
- পাকিস্তান-শ্রীলঙ্কার পথে এগোচ্ছে বাংলাদেশের শেয়ারবাজার
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- ব্যাখ্যা শুনতে ডাকা হচ্ছে শেয়ারবাজারের পাঁচ ব্যাংককে