ঢাকা, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক নিয়ে যা জানালেন প্রেস সচিব

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুন ১১ ০৯:৩০:৪৭
ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক নিয়ে যা জানালেন প্রেস সচিব

বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে বৈঠকটি আগামী ১৩ জুন সকালেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, "এই বৈঠকের জন্য নির্দিষ্ট কোনো ফরমেট নেই। যেহেতু তারেক রহমান দেশের একটি বৃহৎ রাজনৈতিক দলের নেতা তাই স্বাভাবিকভাবেই তার সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনা হবে।"

লন্ডনের স্থানীয় গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি আরও জানান, আলোচনায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সম্ভাব্য নির্বাচনের সময়সূচি, বিভিন্ন রাজনৈতিক সংস্কার এবং জুলাই চার্টারসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসতে পারে।

ড. ইউনূস ও তারেক রহমানের মধ্যে এই বৈঠকটি হোটেল ডোরচেস্টারে অনুষ্ঠিত হবে।

এ সময় যুক্তরাজ্যের লেবার পার্টির নেতা কিয়ার স্টারমারের সঙ্গে সাক্ষাৎ নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়ে প্রেস সচিব বলেন, "আমরা জানতে পেরেছি স্টারমার বর্তমানে কানাডা সফরে রয়েছেন। এক ব্রিটিশ এমপি আজ আমাদের জানান তিনি এখনও কানাডায় আছেন। তবে সময় ও শিডিউল মিলে গেলে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে।"

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ এবং লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন।

উল্লেখ্য, প্রধান উপদেষ্টা ড. ইউনূস ৯ জুন সন্ধ্যা সাড়ে ৭টায় চার দিনের সফরে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন এবং ১০ জুন দুপুরে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

এই সফরের অংশ হিসেবে তিনি ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বাকিংহাম প্যালেসে সাক্ষাৎ করবেন এবং ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন।

তাঁর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আবদুল মোমেন।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৮ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর ছাত্র-জনতার অভ্যুত্থানে গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন ড. ইউনূস। এরপর তিনি জাতিসংঘ অধিবেশন, কপ-২৯ সম্মেলন, ডি-৮ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামসহ একাধিক আন্তর্জাতিক সফর সম্পন্ন করেছেন। সাম্প্রতিক সফরগুলোর মধ্যে রয়েছে চীন, থাইল্যান্ড, কাতার, ভ্যাটিকান সিটি এবং সর্বশেষ জাপান সফর।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত