ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২

প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক শুক্রবার

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুন ০৯ ২৩:৪৩:২৭
প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক শুক্রবার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক আগামী শুক্রবার (১৩ জুন) সকালে অনুষ্ঠিত হবে। মধ্যপ্রাচ্যের একটি দেশের মধ্যস্থতায় লন্ডনে বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।

বৈঠককে বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে। বৈঠকে বাংলাদেশের বর্তমান সার্বিক পরিস্থিতি, বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হবে। নির্বাচনের রোডম্যাপ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে।

রাজনৈতিক অভিজ্ঞ মহলের মতে, বৈঠকটি সফল হলে বিএনপির জন্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিদ্যমান সংশয় ও অনিশ্চয়তা অনেকাংশেই কেটে যাবে। এদিকে, প্রধান উপদেষ্টা এপ্রিলে জাতীয় নির্বাচন ঘোষণার পর তার বিরুদ্ধে বিএনপির কিছু নেতার কড়া বক্তব্য দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দৃষ্টিগোচর হয়েছে এবং এতে তিনি অসন্তোষ প্রকাশ করেছেন বলে বিএনপির একটি সূত্র জানিয়েছে।

ড. মুহাম্মদ ইউনূস চার দিনের সরকারি সফরে সোমবার (০৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। সফরের সময় তিনি বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন এবং তার হাত থেকে ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন।

এছাড়া, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপক্ষীয় বৈঠক এবং যুক্তরাজ্যের নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস আয়োজিত এক সংলাপে অংশ নেওয়ার কথা রয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত