ঢাকা, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২
ড. ইউনূসের সাক্ষাৎ পাচ্ছেন না টিউলিপ সিদ্দিক
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফরে তার সঙ্গে সাক্ষাৎ চেয়ে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য ও সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক চিঠি দিলেও তাতে সাড়া মেলেনি। যুক্তরাজ্যে বাংলাদেশের কূটনৈতিক এবং ঢাকার উচ্চপদস্থ সূত্রগুলো এই তথ্য নিশ্চিত করে জানায়, টিউলিপের চিঠিকে সরকার আমলে নিচ্ছে না।
আজ সোমবার (০৯ জুন) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা সরকারি সফরে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। তার এই সফরকালে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে।
ড. ইউনূসের বিরুদ্ধে আওয়ামী লীগের 'সর্বাত্মক যুদ্ধ' এবং তার যুক্তরাজ্য সফর 'ভণ্ডুল করার' চেষ্টার মধ্যেই সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার ভাগ্নি টিউলিপের এই সাক্ষাৎচাওয়া নিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে হাস্যরসের সৃষ্টি হয়েছে।
ব্রিটিশ দৈনিক 'গার্ডিয়ান' জানিয়েছে, ড. ইউনূসকে লেখা এক চিঠিতে টিউলিপ সিদ্দিক লন্ডন সফরের সময় আলোচনা করার সুযোগ চেয়েছেন। তিনি আশা করেছেন, এই বৈঠক ঢাকায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) সৃষ্ট ‘ভুল বোঝাবুঝি’ দূর করতে সাহায্য করবে এবং তার খালা শেখ হাসিনার সঙ্গে তাকে জড়িয়ে কিছু প্রশ্নের উত্তর দিতে পারবেন। বাংলাদেশে তার কোনো সম্পত্তি বা ব্যবসায়িক স্বার্থ নেই বলেও তিনি দাবি করেছেন।
পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দুদকের এক মামলায় গত ১৩ এপ্রিল টিউলিপসহ ৫৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ঢাকার একটি আদালত। এই তালিকায় শেখ হাসিনা, টিউলিপের মা শেখ রেহানা, ভাই রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং ছোট বোন আজমিনা সিদ্দিক রূপন্তীর নামও রয়েছে।
টিউলিপ এসব অভিযোগকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার’ বলে দাবি করেছেন। লন্ডনে ৭ লাখ পাউন্ড দামের একটি ফ্ল্যাট ‘উপহার’ পাওয়ার খবর নিয়ে সমালোচনার মধ্যে গত জানুয়ারিতে তিনি নগরমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন।
এরপর ১৫ এপ্রিল টিউলিপের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে গুলশানের একটি প্লট ‘অবৈধভাবে হস্তান্তরের ব্যবস্থা’ করিয়ে দিয়ে ‘ঘুষ’ হিসেবে ফ্ল্যাট নেওয়ার অভিযোগ এনে দুদকের নতুন আরেকটি মামলা করে।
শেখ হাসিনার ১৫ বছরের প্রধানমন্ত্রিত্বের সময় 'মানবতাবিরোধী অপরাধের' অভিযোগে গত সপ্তাহে তার অনুপস্থিতিতে বিচার শুরু হয়েছে। শেখ হাসিনার শাসনামলে টিউলিপের বিরুদ্ধে অবৈধ সুবিধাভোগের অভিযোগ উঠেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ভারত: খেলাটি কবে, কোথায়, কখন-জানুন সময়সূচি
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঝড়ো শুরু, সরাসরি দেখুন এখানে(LIVE)
- দুই বছর ডিভিডেন্ড না দেওয়ায় ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: প্রথম দিনের খেলা শেষ, জানুন স্কোর
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- শিক্ষাবৃত্তি: প্রতি মাসে পাবে ৩ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- বিএসইসির সাবেক চেয়ারম্যান খায়রুল হোসেনের বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু
- পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর