ঢাকা, শনিবার, ২ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

বিমানবন্দরে বাড়তি সতর্কতা

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুন ০৯ ২০:২৪:০৯
বিমানবন্দরে বাড়তি সতর্কতা

ভারতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতফেরত যাত্রীদের জন্য স্বাস্থ্যবিধি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

ঢাকাগামী চেন্নাই, কলকাতা, দিল্লি, হায়দরাবাদ ও মুম্বাই রুটের ফ্লাইটগুলোর যাত্রীদের ওপর এখন বিশেষ নজরদারি চালানো হচ্ছে। এসব রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা, এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো ফ্লাইট পরিচালনা করছে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ জানান, পার্শ্ববর্তী দেশে সংক্রমণ বেড়ে যাওয়ায় ২ জুন থেকে যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ সতর্কতা কার্যক্রম শুরু হয়েছে।

ভারত থেকে আগত প্রতিটি ফ্লাইটের যাত্রীকে স্ক্রিনিংয়ের আওতায় আনা হচ্ছে। যথেষ্ট পরিমাণে মাস্ক ও পিপিই মজুত রয়েছে এবং স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বিমানবন্দরে দিনরাত দায়িত্ব পালন করছেন।

ইমিগ্রেশনে বসানো হয়েছে থার্মাল স্ক্যানার এবং যাত্রীদের সচেতন করতে নিয়মিতভাবে প্রচার চালানো হচ্ছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সতর্কতামূলক ব্যবস্থা অব্যাহত থাকবে।

এদিকে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৬,৪৯১ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৫৮ জন।

সবচেয়ে বেশি সংক্রমণ দেখা যাচ্ছে কেরালায় যেখানে ১,৯৫৭ জন আক্রান্ত। গুজরাটে ৯৮০, পশ্চিমবঙ্গে ৭৪৭, দিল্লিতে ৭২৮, কর্ণাটকে ৪২৩ এবং মহারাষ্ট্রে ৬০৭ জন আক্রান্ত রয়েছেন।

ভারতের স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে ইনফ্লুয়েঞ্জার মতো উপসর্গ এবং শ্বাসকষ্টে আক্রান্তদের প্রতি বিশেষ নজর রাখা হচ্ছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত