ঢাকা, সোমবার, ১৬ জুন ২০২৫, ২ আষাঢ় ১৪৩২
স্টারলিংক নিয়ে হোয়াইট হাউসের চাঞ্চল্যকর তথ্য
.jpg)
মার্কিন ধনকুব, টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্কের স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট নেটওয়ার্ক স্টারলিংক নিয়ে নিরাপত্তা উদ্বেগ প্রকাশ করেছে হোয়াইট হাউজ। হোয়াইট হাউজের কয়েকজন বিশেষজ্ঞের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সংবাদপত্র দ্য ওয়াশিংটন পোস্ট এ তথ্য প্রকাশ করেছে।
গুরুত্বপূর্ণ এই তথ্য এমন এক সময়ে সামনে এল, যখন ইলন মাস্ক ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সম্পর্কের ফাটল নিয়ে সরগরম হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র-সহ আন্তর্জাতিক মহল।
গত শনিবার (৭ জুন) এনবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ইলন মাস্কের সঙ্গে তার সম্পর্কের ইতি ঘটেছে। আর সেই সম্পর্ক আর পুনরুদ্ধার করতেও তিনি আগ্রহী নন।
এর আগে ট্রাম্পের কর ও ব্যয় সংক্রান্ত বিলকে ‘জঘন্য’ বলে মন্তব্য করেন মাস্ক। জবাবে ট্রাম্প বলেন, আমি ভীষণ হতাশ। কারণ, এখানে উপস্থিত অন্য কারও চেয়ে মাস্ক এ বিলের খুঁটিনাটি ভালো জানতেন। অথচ এখন হঠাৎ করেই তিনি এর বিরোধিতা শুরু করেছেন।
ট্রাম্পের মন্তব্যের জবাবে মাস্ক সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পোস্ট দেন। সেখানে তিনি ট্রাম্পকে ব্যক্তিগতভাবেও আক্রমণ করেন এবং ট্রাম্পের ‘এপস্টেইন ফাইল’-এর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তোলেন। যদিও এ দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ হাজির করেননি।
এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই স্টারলিংকের নিরাপত্তা নিয়ে উদ্বেগের খবর প্রকাশ পেয়েছে।
দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, ফেব্রুয়ারিতে ইলন মাস্কের প্রতিষ্ঠান ডিওজিই-এর (Department of Energy’s Joint Enterprise) প্রতিনিধিরা হোয়াইট হাউজের পাশের আইজেনহাওয়ার এক্সিকিউটিভ অফিস ভবনের ছাদে স্টারলিংকের একটি টার্মিনাল বসান। তবে বিষয়টি আগে থেকে হোয়াইট হাউজের যোগাযোগ বিভাগকে জানানো হয়নি।
প্রতিবেদনে হোয়াইট হাউজের তিন বিশেষজ্ঞের বরাত দিয়ে বলা হয়, স্টারলিংকের এই সংযোগে হোয়াইট হাউজের নিরাপত্তা ব্যবস্থার নিয়ন্ত্রণ কার্যত বাইপাস করার সুযোগ রয়েছে। কারণ এই ইন্টারনেট সংযোগের মাধ্যমে সংবেদনশীল তথ্য বাইরে চলে যাওয়া বা হ্যাকারদের প্রবেশ ঠেকানোর সক্ষমতা হোয়াইট হাউজের প্রচলিত আইটি সিস্টেমের নেই।
তারা জানান, সাধারণত হোয়াইট হাউজের কম্পিউটারগুলো কঠোর নিরাপত্তা প্রোগ্রাম ও ভিপিএন টানেলের মাধ্যমে পরিচালিত হয়। কোনো ডিভাইস ভিপিএন ছাড়া বাইরের ইন্টারনেট সংযোগ ব্যবহার করতে পারে না। কিন্তু স্টারলিংক এমন এক প্ল্যাটফর্ম, যা এই নিয়ম ভাঙার সুযোগ তৈরি করে।
এমনকি ওই সময়ে ‘Starlink Guest’ নামে একটি ওয়াই-ফাই নেটওয়ার্কও হোয়াইট হাউজ এলাকায় পাওয়া যায়। যেখানে পাসওয়ার্ড দিলেই সংযোগ পাওয়া সম্ভব, ব্যবহারকারীর নাম বা দ্বিতীয় স্তরের যাচাই ছিল না। এই নেটওয়ার্কটি গত সপ্তাহেও সক্রিয় ছিল বলে জানান ওই কর্মকর্তারা।
এ বিষয়ে হোয়াইট হাউজের দিক থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য না পাওয়া গেলেও, মার্কিন সিক্রেট সার্ভিস জানায়, তারা ইন্টারনেট সংযোগ উন্নয়নের বিষয়টি জানত। তবে একে নিরাপত্তা হুমকি হিসেবে বিবেচনা করেনি।
এদিকে, বিষয়টি নিয়ে স্টারলিংকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিষ্ঠানটি কোনো সাড়া দেয়নি বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।
এর ফলে ইলন মাস্ক ও যুক্তরাষ্ট্রের প্রশাসনের মধ্যে সম্পর্ক আরও জটিল হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে বিস্ময়: এক লাখ টাকার শেয়ার ৮০ কোটি!
- ডিভিডেন্ডের উপর উচ্চ কর: শেয়ারবাজারের স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ
- বিনিয়োগকারীদের সর্বনাশ করেছে তালিকাভুক্ত দুই কোম্পানি
- বাংলাদেশের শেয়ারবাজারে দ্যুতি ছড়াচ্ছে ১৩ ‘বনেদি’ কোম্পানি
- মুনাফা থেকে লোকসানে তথ্য প্রযুক্তির দুই কোম্পানি
- শেয়ারবাজারের ১০ ব্যাংকে আমানত বেড়েছে ৩২ হাজার কোটি টাকা
- মূলধন বাড়ানোর সিদ্ধান্ত শেয়ারবাজারের ১৩ ব্যাংকের
- নীলক্ষেত হোস্টেল থেকে ঢাবির সাবেক শিক্ষার্থীর ম’রদেহ উদ্ধার
- ইরানকে হা-ম-লা বন্ধে প্রস্তাব
- সত্যিই কি স্ট্রোক করেছেন মির্জা ফখরুল? যা জানা গেল
- দুই বড় খবরের মধ্যে আজ খুলছে দেশের শেয়ারবাজার
- ডিভিডেন্ড বেড়েছে শেয়ারবাজারের সাত ব্যাংকের
- মূলধনের বেশি রিজার্ভ জ্বালানি খাতের ১৪ কোম্পানির
- কারাগারে ফাঁসিতে ঝুললেন সেই অস্ত্রধারী আ’লীগ নেতা
- মুনাফা বেড়েছে ১৮ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির