ঢাকা, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২
গভীর সমুদ্রে মাছ ধরা জোরদার করতে বললেন প্রধান উপদেষ্টা
.jpg)
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে গভীর সমুদ্রে মাছ ধরার কার্যক্রম আরও জোরদার এবং প্রাণিসম্পদ সেবা আধুনিকায়নের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। দেশ একটি বিশাল সম্ভাবনাময় সুযোগ হারাচ্ছে বলেও জানান তিনি।
বুধবার (৩০ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, “এটি একটি ব্যতিক্রমধর্মী মন্ত্রণালয়। আমাদের দেশের সমুদ্র ও খামার দুই ক্ষেত্রই এর অধীন। তবে এখনও পর্যন্ত আমরা সমুদ্রসম্পদের পুরো সম্ভাবনার দুয়ারে পা রাখতে পারিনি।”
তিনি বলেন, “আমাদের জানতে হবে আমাদের কাছে কী ধরনের মৎস্যসম্পদ রয়েছে, কোন সম্পদ হারাচ্ছি এবং পিছিয়ে থাকার কারণ কী। সঠিক পরিকল্পনা ও উদ্যোগ নেওয়া গেলে মৎস্য খাত আমাদের জাতীয় অর্থনীতিতে একটি নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।”
প্রধান উপদেষ্টা গভীর সমুদ্রে মাছ ধরার সম্ভাবনাময় অঞ্চল চিহ্নিত করতে বঙ্গোপসাগরে সুনির্দিষ্ট জরিপ পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “প্রয়োজনে বাংলাদেশ জাপান বা থাইল্যান্ডের মতো দেশ থেকে বিশেষজ্ঞ এনে এ বিষয়ে সহযোগিতা নিতে পারে।”
জাপান ইতোমধ্যেই সাহায্যের আগ্রহ দেখিয়েছে জানিয়ে তিনি বলেন, “আমরা দেখব যৌথ উদ্যোগ সম্ভব কিনা। কিন্তু প্রথমে আমাদের নির্ভরযোগ্য তথ্য প্রয়োজন।”
তিনি বলেন, “এটি শুধু আরও মাছ ধরার ব্যাপার নয়, এটি একটি শিল্প গড়ে তোলার বিষয়।”
কক্সবাজারে বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটকে গবেষণায় ঘনিষ্ঠভাবে যুক্ত করতে হবে উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, “আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের মাধ্যমে বৈশ্বিক পর্যায়ের বিশেষজ্ঞ ও আইডিয়া আনতে হবে।”
তিনি আরও বলেন, “শুধু গবেষণার জন্য গবেষণা নয়, এই গবেষণা এমন হতে হবে, তা যেন নীতি নির্ধারণে প্রভাব ফেলতে পারে।”
“আমাদের বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমেও গভীর সমুদ্রে মাছ ধরার অধ্যয়ন যুক্ত করার কথা ভাবতে হবে। এভাবেই ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়া উচিত,” যোগ করেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- শেয়ার কারসাজিতে ৫ বিনিয়োগকারীকে ১৩ কোটি টাকা জরিমানা
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- এক হাজার কোটি টাকার মামলায় শিবলী রুবাইয়াত গ্রেপ্তার
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- শেয়ার কারসাজিতে ১২ জনকে সাড়ে ৩ কোটি টাকা জরিমানা
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- কৃত্রিম চাপে শেয়ারবাজারে অস্থিরতা, সহসা পুনরুদ্ধারের সম্ভাবনা
- এক কোম্পারি অস্থিরতায় শেয়ারবাজারে তোলপাড়
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং
- পাঁচ কোম্পানির কারণে থমকে গেল শেয়ারবাজারের উত্থান
- শেয়ারবাজারে প্রসারিত হচ্ছে টেকসই বিনিয়োগের নতুন দিগন্ত
- ধস কাটিয়ে অবশেষে শেয়ারবাজারে উত্থানের স্রোত
- রেকর্ড ডেটে শেয়ার লেনদেন চালুর পরিকল্পনা ডিএসইর
- মিরাকেলের বিরুদ্ধে মূল্য সংবেদনশীল তথ্য গোপন করার অভিযোগ