ঢাকা, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২
আজ পবিত্র ঈদুল আজহা
মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। আজ সারা দেশে উদযাপিত হচ্ছে। ত্যাগের মহিমায় ভাস্বর এই দিনে ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর প্রতি তাদের আনুগত্য ও ভালোবাসা প্রদর্শনে পশু কোরবানি করবেন। দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা সকাল থেকেই ঈদগাহ ও মসজিদে ছুটে যাচ্ছেন পবিত্র ঈদুল আজহার দুই রাকাত ওয়াজিব নামাজ আদায়ের জন্য। নামাজ শেষে আল্লাহর সন্তুষ্টি কামনায় পশু কোরবানি করা হবে।
রাজধানী ঢাকায় ঈদের জামাতরাজধানী ঢাকায় ঈদের প্রধান জামাতসহ একাধিক জামাতের আয়োজন করা হয়েছে। প্রথম জামাত সকাল ৭টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে। এই জামাতে ইমামতি করবেন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ খলিলুর রহমান মাদানী।
জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অবস্থিত অনুষ্ঠিত হবে। এই জামাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, সুপ্রিম কোর্টের বিচারপতিগণ, রাজনীতিবিদসহ সর্বস্তরের মানুষ অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
বৈরী আবহাওয়া বা প্রতিকূল পরিস্থিতি থাকলে প্রধান জামাতটি বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, প্রতি বছরের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মোট পাঁচটি জামাতের ব্যবস্থা করা হয়েছে। সকাল ৭টা, সকাল ৮টা, সকাল ৯টা, সকাল ১০টা এবং সকাল ১০টা ৪৫ মিনিটে এই জামাতগুলো অনুষ্ঠিত হবে।
জাতীয় ঈদগাহে নামাজ আদায়কারী মুসল্লিদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ও সেবার ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রায় ৩৫ হাজার মুসল্লির জন্য তৈরি করা হয়েছে এই জামাত স্থল। ভিআইপি ব্লকে একসাথে ২৫০ জনের নামাজের ব্যবস্থা থাকছে। মুসল্লিদের সুবিধার্থে অজু, পয়ঃনিষ্কাশন এবং সুপেয় পানির সুব্যবস্থা রয়েছে। এছাড়াও, যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকবে। নারীদের জন্য বিশেষ ব্যবস্থা: প্রতিবারের মতো এবারও পৃথক প্রবেশ ও প্রস্থান গেট ছাড়াও নারী মুসল্লিদের জন্য পৃথক ব্লকে নামাজের ব্যবস্থা এবং পৃথক প্রবেশপথ থাকছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথমটি সকাল সাড়ে ৭টায় এবং দ্বিতীয়টি সকাল সাড়ে ৮টায়।
এছাড়াও, সলিমুল্লাহ মুসলিম হল মসজিদে সকাল ৭টায়, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল লনে সকাল ৮টায় এবং ফজলুল হক মুসলিম হলের পূর্ব পাশের খেলার মাঠে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
ঢাকা মহানগরীর শতাধিক ঈদগাহ এবং দেড় হাজারের বেশি মসজিদে ঈদের জামাত আয়োজন করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ভারত: খেলাটি কবে, কোথায়, কখন-জানুন সময়সূচি
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঝড়ো শুরু, সরাসরি দেখুন এখানে(LIVE)
- দুই বছর ডিভিডেন্ড না দেওয়ায় ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- শিক্ষাবৃত্তি: প্রতি মাসে পাবে ৩ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- সাপোর্টের রেকর্ড মুনাফা, ১৫ বছরে সর্বোচ্চ ডিভিডেন্ড
- বিএসইসির সাবেক চেয়ারম্যান খায়রুল হোসেনের বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু