ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
কালুরঘাট সেতুতে ট্রেন-অটোরিকশা-প্রাইভেটকার সংঘর্ষ: নিহত ৩

চট্টগ্রামের কালুরঘাট সেতুতে বৃহস্পতিবার (০৫ জুন) রাতে এক ভয়াবহ দুর্ঘটনায় একটি অটোরিকশা ও প্রাইভেটকারের সঙ্গে ট্রেনের সংঘর্ষে শিশুসহ ৩ জন নিহত এবং অন্তত ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটে সেতুর বোয়ালখালী অংশে, যখন কক্সবাজার থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেনটি সেতুতে উঠে পড়ে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফতাব উদ্দিন রাত ১টায় গণমাধ্যমকে জানান, দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন, যাদের মধ্যে একটি শিশুও রয়েছে। আহত ও নিহত সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার বিষয়ে গুমদণ্ডী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশনমাস্টার আজম উদ্দিন বলেন, ট্রেনটি দ্রুতগতিতে সেতুর ওপর উঠে গিয়েছিল। সেতুর ওপর সিএনজিচালিত অটোরিকশা এবং মোটরসাইকেল ছিল। তিনি আরও জানান, সেতুর ওপর একটি গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল, যার কারণে সব গাড়ি সেতু থেকে নামতে পারেনি।
ট্রেনচালক সংকেত উপেক্ষা করেছিলেন কি না—এমন প্রশ্নের জবাবে সহকারী স্টেশনমাস্টার আজম উদ্দিন জানান, প্রচলিত নিয়ম অনুযায়ী ট্রেনকে সেতুর পূর্বপ্রান্তে থেমে লাইনম্যানের সংকেতের পর সেতুতে উঠতে হয়। কিন্তু সংশ্লিষ্ট ট্রেনচালক সেই নিয়ম না মেনে সরাসরি দ্রুতগতিতে সেতুতে উঠে পড়েন।
সহকারী স্টেশনমাস্টার আরও জানান, দুর্ঘটনার সময় বিপরীত দিক থেকে একটি গাড়ি আসছিল, যার কারণে বেশ কয়েকজন হতাহত হন।
এই ঘটনার পর কালুরঘাট সেতুর নিরাপত্তা ব্যবস্থাসহ ট্রেন চলাচলের নিয়মনীতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এখনও নিহত ও আহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি। ইতোমধ্যে স্থানীয় প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনা তদন্তে নেমেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- ভালুকায় প্রথম পাঁচতারা হোটেল চালু করছে বেস্ট হোল্ডিংস
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার