ঢাকা, বুধবার, ৬ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২
‘বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে অবস্থান করছে’
.jpg)
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক রূপান্তর নিয়ে নিজেদের দৃষ্টিভঙ্গি উপস্থাপন করে এনসিপির প্রতিনিধি দল।
বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে ঢাকায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।
চীনা দূতাবাসের পক্ষ থেকে পাঠানো এক আনুষ্ঠানিক আমন্ত্রণে সাড়া দিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন।
এনসিপির থেকে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে এক বৈঠকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা একমাত্র জনআকাঙ্ক্ষা ও কাঠামোগত সংস্কারের ভিত্তিতেই সম্ভব। এ প্রেক্ষিতে আসন্ন নির্বাচনের তারিখ ঘোষণার আগে ‘জুলাই সনদ’ প্রণয়ন ও প্রকাশ অত্যন্ত জরুরি। কারণ, এটি শুধু একটি নীতিগত দলিল নয়, বরং জুলাই আন্দোলনে রক্তদানকারী শহীদদের প্রতি সম্মান ও নৈতিক দায়বদ্ধতার বহিঃপ্রকাশ।
তিনি আরও জানান, ‘জুলাই সনদ’ নির্বাচন ব্যবস্থা সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা এবং অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক অংশগ্রহণের একটি সুনির্দিষ্ট ভিত্তি গড়ে তুলবে। পাশাপাশি এটি ভবিষ্যৎ রাজনীতির জন্য দিকনির্দেশক হিসেবেও কাজ করবে।
নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশ এখন একটি সংকটময় সন্ধিক্ষণে অবস্থান করছে। এই প্রেক্ষাপটে এনসিপি সরকারের পদক্ষেপ ও অন্যান্য রাজনৈতিক দলের কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তিনি আশা প্রকাশ করেন, বিলম্ব না করে যথাযথ আন্তরিকতা ও দ্রুততার সঙ্গে ‘জুলাই সনদ’ প্রণয়ন ও ঘোষণা করা হবে, যাতে শহীদদের আত্মত্যাগ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়।
এ সময় তিনি নির্বাচন কমিশনের কাঠামোগত সংস্কারের ওপর গুরুত্বারোপ করে বলেন, প্রকৃতপক্ষে স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন প্রতিষ্ঠা ছাড়া গণতান্ত্রিক ব্যবস্থায় জনবিশ্বাস ফিরিয়ে আনা সম্ভব নয়। সেই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচন এবং পরবর্তীতে গণপরিষদ ও আইনসভা নির্বাচন আয়োজনের দাবিও তোলেন, যাতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা নিশ্চিত হয়।
বৈঠকে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এনসিপির রাষ্ট্রচিন্তা ও অবস্থানকে আন্তরিকভাবে স্বাগত জানান। তিনি চীনের ‘অ-হস্তক্ষেপ’ নীতির কথা পুনরুল্লেখ করে বাংলাদেশের উন্নয়ন সহযোগিতায় চীনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ গঠনে তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে নিয়মিত ও গঠনমূলক সংলাপ চালিয়ে যাওয়া প্রয়োজন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম এবং যুগ্ম সদস্য সচিব তাহসীন রিয়াজ। উভয় পক্ষ গণতন্ত্র ও দীর্ঘমেয়াদী উন্নয়নের লক্ষ্যে পারস্পরিক বোঝাপড়া, সম্মানজনক সংলাপ এবং কৌশলগত সহযোগিতার ভিত্তিতে একযোগে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
এনসিপি, চীনা দূতাবাসের আতিথেয়তা ও মুক্তমনা সংলাপে অংশগ্রহণের সুযোগ দেওয়ায় আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- শেয়ারবাজারে আসছে রাষ্ট্র ও বহুজাতিক ১৫ কোম্পানি
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- স্কয়ার ফার্মার বাজার মূলধনে নতুন মাইলফলক
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৭ প্রতিষ্ঠান
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৪ প্রতিষ্ঠান
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- বিকালে আসছে ১০ কোম্পানির ইপিএস
- ক্যাশ ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- বিকালে আসছে ২১ কোম্পানির ইপিএস
- নতুন সিনেট সদস্য হলেন ঢাবির ৫ অধ্যাপক
- সর্বোচ্চ উচ্চতায় ১৭ কোম্পানির শেয়ার
- শিবলী রুবাইয়াত ও শেখ শামসুদ্দিন শেয়ারবাজারে অবাঞ্ছিত ঘোষণা
- গেস্ট হাউজ থেকে সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহ উদ্ধার
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১২ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস