ঢাকা, শনিবার, ২১ জুন ২০২৫, ৭ আষাঢ় ১৪৩২

৩৭৯ কোটি টাকার সার ক্রয়ের অনুমোদন

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুন ০৪ ১৮:৩৮:১০
৩৭৯ কোটি টাকার সার ক্রয়ের অনুমোদন

সরকার কানাডা, রাশিয়া ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে মোট ৭০ হাজার মেট্রিক টন এমওপি সার এবং ৩০ হাজার মেট্রিক টন রক ফসফেট আমদানির অনুমোদন দিয়েছে। এতে সরকারের ব্যয় হবে ৩৭৯ কোটি ৫৪ লাখ ৭৪ হাজার ৯০০ টাকা।

বুধবার (৪ জুন) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব আমদানি-সংক্রান্ত প্রস্তাব অনুমোদন পায়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

বৈঠক সূত্রে জানা গেছে, শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে টিএসপিসিএল-এর জন্য সংযুক্ত আরব আমিরাতের কোম্পানি মেসার্স জেনট্রেড এফজেডই থেকে ৩০ হাজার মেট্রিক টন রক ফসফেট আমদানি অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ৮৯ কোটি ৫০ লাখ ৩৪ হাজার ৭০০ টাকা। প্রতি মেট্রিক টনের দাম নির্ধারিত হয়েছে ২৩২.৯০ মার্কিন ডলার।

এছাড়া, কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী কানাডার সরকারি প্রতিষ্ঠান কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশন (সিসিসি) ও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় প্রথম লটে ৪০ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এতে খরচ হবে ১৬৫ কোটি ৭৩ লাখ ৯৪ হাজার ৪০০ টাকা, প্রতি মেট্রিক টনের দাম পড়বে ৩৩৯.৬৩ মার্কিন ডলার।

একইসঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান জেএসসি বিদেশি অর্থনৈতিক কর্পোরেশন (প্রোডিন্টর্গ) ও বিএডিসির মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ৩০ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এই লটে ব্যয় হবে ১২৪ কোটি ৩০ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা। এখানেও প্রতি মেট্রিক টনের দাম ৩৩৯.৬৩ মার্কিন ডলার ধরা হয়েছে।

চাহিদা মেটাতে ও কৃষি উৎপাদন ব্যাহত না করতে এসব সার দ্রুত আমদানির লক্ষ্যে পদক্ষেপ নিচ্ছে সরকার।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত