ঢাকা, রবিবার, ২২ জুন ২০২৫, ৮ আষাঢ় ১৪৩২
মৌসুমী-হাসান জাহাঙ্গীরের বিয়ে: ওমর সানীর ‘জুতাপেটা’র হুমকি

যুক্তরাষ্ট্রে বসবাস করা চিত্রনায়িকা মৌসুমী ও নির্মাতা হাসান জাহাঙ্গীরকে ঘিরে সামাজিক মাধ্যমে ছড়ানো গুঞ্জনে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মৌসুমীর স্বামী চিত্রনায়ক ওমর সানী।
'জুনিয়র মিশা' নামের এক কনটেন্ট ক্রিয়েটর ফেসবুক পোস্টে দাবি করেন, মৌসুমী নাকি ওমর সানীকে ডিভোর্স দিয়ে অভিনেতা ও নির্মাতা হাসান জাহাঙ্গীরকে বিয়ে করছেন। এই পোস্টে আরও লেখা হয়, "এখন আমেরিকায় অবস্থান করছেন, বিস্তারিত জানতে অপেক্ষা করুন।"
জুনিয়র মিশার এই বক্তব্যে রীতিমতো ক্ষেপে যান চিত্রনায়ক ওমর সানী। পোস্টটির নিচে মন্তব্য করে তিনি লেখেন, "তোকে জুতাপেটা করা উচিত।"
ওমর সানীর এই মন্তব্যে এরই মধ্যে শতাধিক রিয়েকশন পড়েছে এবং অনেকেই ওমর সানীকে আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শও দিয়েছেন।
কিছুদিন আগে ওমর সানী নিজেই জানিয়েছিলেন, মৌসুমী অভিনয় থেকে সরে এসেছেন এবং তিনি মৌসুমী হিসেবে পরিচিতি ভুলে যেতে চান। ওমর সানীর ওই মন্তব্যের পর অনেকেই ধরে নিয়েছিলেন, হয়তো মৌসুমীকে আর কখনো পর্দায় দেখা যাবে না।
তবে সব গুঞ্জন উড়িয়ে সম্প্রতি ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন মৌসুমী। এবার সিনেমা নয়, তিনি আসছেন টেলিছবি নিয়ে। প্রায় দুই বছর ধরে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অবস্থান করছেন মৌসুমী। মায়ের অসুস্থতা ও মেয়ের পড়াশোনার জন্যই তার এই পারিবারিক বিরতি।
তবে চলতি মাসেই যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার বেইলি স্ট্রিম লং আইল্যান্ডে 'পিএস চাই সুন্দরী' নামে একটি টেলিছবির শুটিংয়ে অংশ নেন তিনি। এই টেলিছবিতে তার সহশিল্পী হিসেবে আছেন হাসান জাহাঙ্গীর ও আকাশ রহমান।
জুনিয়র মিশা টেলিছবির কিছু স্থিরচিত্র সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন, যার সূত্র ধরেই এই বিতর্ক শুরু হয়।
তবে বিষয়টি নিয়ে হাসান জাহাঙ্গীরও থেমে থাকেন নি। তিনি পাল্টা প্রতিক্রিয়ায় বলেন, "বাংলার সেরা অভিনেত্রীর জায়গাটা আগেও ছিল, এখনো আছে, তার প্রমাণ মিলবে আঞ্চলিক ভাষায় ভিন্ন গেটাপে মৌসুমীর অভিনয়ের অভিনয়ের মধ্য দিয়ে।"
হাসান জাহাঙ্গীর আরও বলেন, "অনেক দিন পর মৌসুমী ম্যাডামকে বড়ভাবে পর্দায় ফিরিয়ে আনার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ আকাশ রহমান ও এশা রহমানকে। ধন্যবাদ ওমর সানী, আপনাকে— চলচ্চিত্রের আইডল কাপল, সাদা মনের মানুষ, বাংলার বাঘখ্যাত রয়েল হিরো, আপনার সাপোর্টের জন্য।"
উল্লেখ্য, 'পিএস চাই সুন্দরী' টেলিছবিটি শিগগিরই দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বদলে গেছে ধারণা, বিস্মিত ইসরায়েল
- শেয়ারবাজারের শর্ত পূরণে ৬০ কোম্পানিকে বিএসইসির আল্টিমেটাম
- ‘বিপর্যয় থেকে বিশ্ব মাত্র কয়েক মিনিট দূরে’
- প্রথম প্রান্তিকে মুনাফা থেকে লোকসানে গেল চার ব্যাংক
- সাত কোম্পানির বিনিয়োগকারীদের পুঁজির বড় অংশ উধাও
- নীলক্ষেত হোস্টেল থেকে ঢাবির সাবেক শিক্ষার্থীর ম’রদেহ উদ্ধার
- ইরানকে হা-ম-লা বন্ধে প্রস্তাব
- ঢাবিতে হটাৎ ছাত্রলীগের বিক্ষোভ, ককটেল বি-স্ফো-র-ণ
- দুর্বল ১৫ আর্থিক প্রতিষ্ঠান বিলুপ্তির চিন্তাভাবনা করছে বাংলাদেশ ব্যাংক
- কারাগারে ফাঁসিতে ঝুললেন সেই অস্ত্রধারী আ’লীগ নেতা
- একাধিক মিসাইল ছুঁড়েছে উত্তর কোরিয়া
- ভিডিও ফাঁস করার বিষয়ে মুখ খুলেছেন শরীয়তপুরের সেই ডিসি
- ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ঢাবিতে ক্লাস ছুটি কতদিন, যা জানা গেল
- মোবাইলে কল এলেই ইন্টারনেট বন্ধ? এক মিনিটেই সমাধান!
- লন্ডন ছাড়ছেন তারেক রহমান