ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২
মৌসুমী-হাসান জাহাঙ্গীরের বিয়ে: ওমর সানীর ‘জুতাপেটা’র হুমকি

যুক্তরাষ্ট্রে বসবাস করা চিত্রনায়িকা মৌসুমী ও নির্মাতা হাসান জাহাঙ্গীরকে ঘিরে সামাজিক মাধ্যমে ছড়ানো গুঞ্জনে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মৌসুমীর স্বামী চিত্রনায়ক ওমর সানী।
'জুনিয়র মিশা' নামের এক কনটেন্ট ক্রিয়েটর ফেসবুক পোস্টে দাবি করেন, মৌসুমী নাকি ওমর সানীকে ডিভোর্স দিয়ে অভিনেতা ও নির্মাতা হাসান জাহাঙ্গীরকে বিয়ে করছেন। এই পোস্টে আরও লেখা হয়, "এখন আমেরিকায় অবস্থান করছেন, বিস্তারিত জানতে অপেক্ষা করুন।"
জুনিয়র মিশার এই বক্তব্যে রীতিমতো ক্ষেপে যান চিত্রনায়ক ওমর সানী। পোস্টটির নিচে মন্তব্য করে তিনি লেখেন, "তোকে জুতাপেটা করা উচিত।"
ওমর সানীর এই মন্তব্যে এরই মধ্যে শতাধিক রিয়েকশন পড়েছে এবং অনেকেই ওমর সানীকে আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শও দিয়েছেন।
কিছুদিন আগে ওমর সানী নিজেই জানিয়েছিলেন, মৌসুমী অভিনয় থেকে সরে এসেছেন এবং তিনি মৌসুমী হিসেবে পরিচিতি ভুলে যেতে চান। ওমর সানীর ওই মন্তব্যের পর অনেকেই ধরে নিয়েছিলেন, হয়তো মৌসুমীকে আর কখনো পর্দায় দেখা যাবে না।
তবে সব গুঞ্জন উড়িয়ে সম্প্রতি ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন মৌসুমী। এবার সিনেমা নয়, তিনি আসছেন টেলিছবি নিয়ে। প্রায় দুই বছর ধরে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অবস্থান করছেন মৌসুমী। মায়ের অসুস্থতা ও মেয়ের পড়াশোনার জন্যই তার এই পারিবারিক বিরতি।
তবে চলতি মাসেই যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার বেইলি স্ট্রিম লং আইল্যান্ডে 'পিএস চাই সুন্দরী' নামে একটি টেলিছবির শুটিংয়ে অংশ নেন তিনি। এই টেলিছবিতে তার সহশিল্পী হিসেবে আছেন হাসান জাহাঙ্গীর ও আকাশ রহমান।
জুনিয়র মিশা টেলিছবির কিছু স্থিরচিত্র সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন, যার সূত্র ধরেই এই বিতর্ক শুরু হয়।
তবে বিষয়টি নিয়ে হাসান জাহাঙ্গীরও থেমে থাকেন নি। তিনি পাল্টা প্রতিক্রিয়ায় বলেন, "বাংলার সেরা অভিনেত্রীর জায়গাটা আগেও ছিল, এখনো আছে, তার প্রমাণ মিলবে আঞ্চলিক ভাষায় ভিন্ন গেটাপে মৌসুমীর অভিনয়ের অভিনয়ের মধ্য দিয়ে।"
হাসান জাহাঙ্গীর আরও বলেন, "অনেক দিন পর মৌসুমী ম্যাডামকে বড়ভাবে পর্দায় ফিরিয়ে আনার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ আকাশ রহমান ও এশা রহমানকে। ধন্যবাদ ওমর সানী, আপনাকে— চলচ্চিত্রের আইডল কাপল, সাদা মনের মানুষ, বাংলার বাঘখ্যাত রয়েল হিরো, আপনার সাপোর্টের জন্য।"
উল্লেখ্য, 'পিএস চাই সুন্দরী' টেলিছবিটি শিগগিরই দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- ভালুকায় প্রথম পাঁচতারা হোটেল চালু করছে বেস্ট হোল্ডিংস
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার