ঢাকা, বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২
নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হোক চায় না বিএনপি
.jpg)
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বিএনপি স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিরোধিতা করেছে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই নির্বাচন তাদের এখতিয়ারে থাকা উচিত নয়।
পাশাপাশি দলটি জানায় তত্ত্বাবধায়ক সরকারের স্থায়িত্ব তিন মাসের বেশি হওয়া উচিত নয়।
মঙ্গলবার (৩ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে চলমান বিষয়ভিত্তিক সংলাপের বিরতিতে এসব কথা জানান।
সালাহউদ্দিন বলেন, আমরা স্থানীয় সরকার নির্বাচন কোনোভাবেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হোক চাই না। তত্ত্বাবধায়ক সরকারের স্থায়িত্বও তিন মাসের বেশি হওয়া উচিত নয়।
তিনি বলেন, কমিশনের প্রস্তাবে চার মাসের সময়সীমা থাকলেও বিএনপির অবস্থান হলো- এই সময়সীমা সর্বোচ্চ তিন মাসে সীমাবদ্ধ রাখা উচিত।
বিএনপি জাতীয় নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ভবিষ্যতে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়ার বিধান সংযোজনের প্রস্তাব দিয়েছে।
বিএনপির এক নেতা জানান, সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ ছিল আস্থা ভোট, অর্থবিল এবং সংবিধান সংশোধনসংক্রান্ত বিল ব্যতীত অন্যান্য বিষয়ে সংসদ সদস্যরা নিজ বিবেচনায় ভোট দিতে পারবেন। তবে বিএনপির প্রস্তাব, জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়গুলোকেও সেই ব্যতিক্রম তালিকায় অন্তর্ভুক্ত করা উচিত।
তিনি আরও বলেন, সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি বা জাতীয় সংকটের সময়েও সংসদে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা উচিত, যা দেশের স্বার্থে অত্যন্ত জরুরি।
সংসদীয় স্থায়ী কমিটির বিষয়ে তিনি বলেন, কমিশনের সুপারিশ অনুযায়ী প্রতিটি কমিটির চেয়ারম্যান বিরোধী দল থেকে মনোনয়ন দেওয়া বাস্তবতাবিরোধী। এতে সরকারের কর্মকাণ্ডে ধারাবাহিকভাবে প্রতিবন্ধকতা তৈরি হতে পারে। তবে কিছু গুরুত্বপূর্ণ কমিটির নেতৃত্ব বিরোধী দলের হাতে দেওয়া যেতে পারে বলে মত দেন তিনি।
জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক সংলাপ চালিয়ে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। ঈদের আগে সংলাপ কার্যক্রম শেষ করে জুলাই মাসে একটি ‘জুলাই সনদ’ প্রকাশের পরিকল্পনা রয়েছে, যার অংশ হিসেবে ৩০টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ চলছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- যারা বৃত্তি পাবে না, তাদের জন্য পার্ট-টাইম জবের চিন্তা-ভাবনা
- ডুয়া নিউজের বিশেষ প্রতিযোগিতা, পুরস্কার ১ লক্ষ ৫০ হাজার টাকা!
- ডিভিডেন্ড-ইপিএস ঘোষণার তারিখ জানাল ১৯ কোম্পানি
- বহুজাতিক কোম্পানির ‘এ’ ক্যাটাগরিতে প্রত্যাবর্তন
- ডিভিডেন্ড-ইপিএস ঘোষণার তারিখ জানাল ১২ কোম্পানি
- সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা, এনসিপির সকল কার্যক্রম স্থগিত
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- শেয়ারবাজারে চমক দেখাল দুই বহুজাতিক কোম্পানি
- ৬ জায়গায় হবে ডাকসুর ভোটগ্রহণ
- জুলাই স্মৃতি জাদুঘর: টেন্ডার ছাড়াই ১১১ কোটি টাকার কাজ পেল দুই প্রতিষ্ঠান
- সর্বোচ্চ চাহিদার শীর্ষে ৪ কোম্পানির শেয়ার
- পাঁচ কোম্পানির শেয়ারে বেড়েছে বিদেশি বিনিয়োগ
- যুক্তরাষ্ট্রের ওষুধ বাজার থেকে বাদ পড়তে পারে বাংলাদেশ
- ‘শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই’
- শেয়ারের অস্বাভাবিক দাম নিয়ে ডিএসইর সতর্কতা