ঢাকা, সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২
৪৪ থেকে ৪৮তম বিসিএসে ফল প্রকাশে রোডম্যাপ দিল পিএসসি
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সরকারি চাকরিপ্রত্যাশীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাতে উদ্যোগ নিয়েছে। চলমান বিসিএস কার্যক্রমের জট কমানো এবং ফল প্রকাশে দেরি রোধে পাঁচটি বিসিএস পরীক্ষার জন্য একটি রোডম্যাপ ঘোষণা করেছে কমিশন।
মঙ্গলবার (৩ জুন) পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রোডম্যাপ অনুযায়ী, ৪৪তম, ৪৫তম ও ৪৮তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল যথাক্রমে ৩০ জুন, ১০ ডিসেম্বর ও ২২ সেপ্টেম্বর প্রকাশ করা হবে।
পিএসসি জানিয়েছে, ‘নির্ধারিত সময় অনুযায়ী ফল প্রকাশ নিশ্চিত করতে ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল ১৯ জুন প্রকাশ করা হবে এবং একইসঙ্গে মৌখিক পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হবে। যেসব প্রার্থীর একাধিক বিসিএস পরীক্ষার সময়সূচি ওভারল্যাপ করতে পারে—তাদের জন্য কমিশন পৃথক ব্যবস্থা নিয়েছে। ৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষা, যদি কারও ৪৬তম বিসিএসের লিখিত বা ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার সঙ্গে মিলে যায়, তাহলে সেই প্রার্থীর মৌখিক পরীক্ষা নির্ধারিত হবে সংশ্লিষ্ট পরীক্ষার এক মাস পূর্বে বা পরে।’
চিকিৎসক সংকট মোকাবিলায় সরকার সবচেয়ে গুরুত্ব দিচ্ছে ৪৮তম (বিশেষ) বিসিএসে। ইতোমধ্যে ২০২৫ সালের ২৭ মে এই বিসিএসের গেজেট প্রকাশ করা হয়েছে এবং মাত্র দুই দিনের ব্যবধানে ২৯ মে প্রকাশ করা হয় বিজ্ঞপ্তি।
এই বিশেষ বিসিএসের এমসিকিউ ধরনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮ জুলাই। আর ফল প্রকাশ করা হবে ২১ জুলাই। চূড়ান্ত ফলাফল ঘোষিত হবে ২২ সেপ্টেম্বর।
এ ছাড়া, ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হবে আগামী ১৯ সেপ্টেম্বর এবং লিখিত পরীক্ষা শুরু হবে ২৭ নভেম্বর থেকে। পিএসসি জানিয়েছে, নিয়মিত বিসিএসে বিজ্ঞপ্তি প্রকাশের দুই মাস পর প্রিলিমিনারি এবং প্রিলিমিনারির ফল ঘোষণার দুই মাস পর লিখিত পরীক্ষা নেওয়া হবে। যদিও অনিবার্য কারণে সময়সূচিতে কিছু পরিবর্তন হতে পারে তবে নির্ধারিত সময় মেনেই বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে বলে কমিশন আশ্বস্ত করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে