ঢাকা, সোমবার, ২৩ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২

দেশে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৪ জন

ডুয়া নিউজ- স্বাস্থ্য
২০২৫ জুন ০২ ১৯:৫৪:৪৯
দেশে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৪ জন

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে এই সময়ে কারো মৃত্যু হয়নি। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৭২০ জনে।

সোমবার (২ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় একজন করোনা রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট সুস্থতার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ১৯ হাজার ৩৫২ জনে। একই সময়ে ২৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে শনাক্তের হার ৫০ শতাংশ। তবে মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৫ শতাংশ।

করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় দেশে ২০২০ সালের ৮ মার্চ, তিনজনের দেহে। এর ১০ দিন পর, ১৮ মার্চ, দেশে করোনায় প্রথম মৃত্যু ঘটে। এরপর ২০২১ সালের ৫ আগস্ট ও ১০ আগস্ট দিনে সর্বোচ্চ ২৬৪ জন করে মৃত্যুর ঘটনা ঘটে, যা ছিল মহামারিকালের সর্বাধিক মৃত্যুসংখ্যা।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত