ঢাকা, সোমবার, ৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল কবে, যা জানা গেল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল ঈদুল আজহার ছুটি শেষে প্রকাশ করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ছুটি ইতোমধ্যে শুরু হয়ে যাওয়ায় এবং পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ৩১ মে (শনিবার) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারা দেশের ৬৪টি জেলা শহরের ৮৭৯টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন সাড়ে পাঁচ লাখেরও বেশি শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ জানান, “পরীক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় এবং বিশ্ববিদ্যালয়ে ছুটি থাকায় ফল প্রকাশ ঈদের পরে করা হবে।”
উল্লেখ্য, ২০১৪-১৫ শিক্ষাবর্ষ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা পদ্ধতি চালু ছিল। এরপর ২০১৫-১৬ শিক্ষাবর্ষে জিপিএ ভিত্তিক ভর্তি কার্যক্রম শুরু হয়। তবে আট বছর পর আবারও পরীক্ষা পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চালু করা হয়েছে।
এবারের ভর্তি পরীক্ষা হয় এমসিকিউ পদ্ধতিতে। ১০০ নম্বরের প্রশ্নপত্রে সময় ছিল ১ ঘণ্টা। উত্তীর্ণ হওয়ার জন্য ন্যূনতম ৩৫ নম্বর প্রয়োজন। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর পাওয়া যাবে, ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হবে না।
মেধাতালিকা তৈরি হবে এমসিকিউ অংশে প্রাপ্ত নম্বরের সঙ্গে এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ৪০ শতাংশ এবং এইচএসসি পরীক্ষার জিপিএর ৬০ শতাংশ যোগ করে মোট ২০০ নম্বরের ভিত্তিতে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক (সম্মান) কোর্স চালু রয়েছে দেশের ৮৮১টি কলেজে। এর মধ্যে ২৬৪টি সরকারি ও ৬১৭টি বেসরকারি।
২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম বর্ষে মোট আসন ছিল ৪ লাখ ৩৬ হাজার ২৮৫টি। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ডিগ্রি (পাস কোর্স) পর্যায়ে আসন ছিল ৪ লাখ ২১ হাজার ৯৯০টি। দেশের ১ হাজার ৯৬৯টি কলেজে এই কোর্স পড়ানো হয়।
এছাড়া প্রতিটি বিষয়ে সর্বোচ্চ ৮টি আসন কোটার আওতায় সংরক্ষিত থাকবে। এর মধ্যে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৩টি, আদিবাসীদের জন্য ১টি, প্রতিবন্ধী ১টি ও পোষ্য কোটার জন্য ৩টি আসন সংরক্ষিত থাকবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে আসছে রাষ্ট্র ও বহুজাতিক ১৫ কোম্পানি
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
- ডিএনসিসির শিক্ষাবৃত্তি পাবে ২ হাজার শিক্ষার্থী
- স্কয়ার ফার্মার বাজার মূলধনে নতুন মাইলফলক
- শেয়ারবাজারে বড়দের দাপট, ছোটদের পিছুটান
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৪ প্রতিষ্ঠান
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৭ প্রতিষ্ঠান
- বিকালে আসছে ১০ কোম্পানির ইপিএস
- বিকালে আসছে ২১ কোম্পানির ইপিএস
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১২ কোম্পানি
- শিবলী রুবাইয়াত ও শেখ শামসুদ্দিন শেয়ারবাজারে অবাঞ্ছিত ঘোষণা