ঢাকা, শনিবার, ২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২
নগদের প্রধান কার্যালয়ে দুদকের অভিযান

গত কয়েকদিন ধরেই আলোচনায় মুঠোফোনে আর্থিক সেবাদাতা (এফএফএস) প্রতিষ্ঠান নগদ। এবার আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ‘নগদ’- এর প্রধান কার্যালয়ে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ রবিবার (০১ জুন) সকাল ১১টা থেকে দুদকের একটি এনফোর্সমেন্ট টিম এই অভিযান শুরু করে।
এ তথ্য নিশ্চিত করেছে সংস্থাটির জনসংযোগ শাখার উপপরিচালক আক্তারুল ইসলাম।
সূত্রে জানা গেছে, ‘সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত সংগ্রহ করতে আজকের অভিযান পরিচালনা করছে সংস্থাটি। মোবাইল ব্যাংকিংয়ের প্ল্যাটফর্ম ব্যবহার করে কোনো ধরনের অস্বাভাবিক লেনদেন বা নিয়মবহির্ভূত কিছু ঘটেছে কি না— সেসব তথ্য-উপাত্তও সংগ্রহ করা হবে বলে দুদক সূত্রটি জানিয়েছে।’
উল্লেখ্য, এর আগে মোবাইল ব্যাংকিং নগদ-এর অফিসে কাজ করার অভিযোগ ওঠে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফায়েজ তায়েব আহমেদের ব্যক্তিগত কর্মকর্তা আতিক মোর্শেদের বিরুদ্ধে। নগদে তার স্ত্রীসহ স্বজনকে চাকরি দেওয়ারও অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। জাতীয় দৈনিক মানবজমিন এ বিষয়ে একটি সংবাদ প্রকাশ করে। এরপর দেশব্যাপী সাড়া পড়ে যায়।
এদিকে গতকাল ফেসবুকে দেওয়া এক পোস্টে ফয়েজ তায়েব আহমদ জানান, “আমার ব্যক্তিগত কর্মকর্তার বিরুদ্ধে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এবং স্বজন প্রীতির অভিযোগ এসেছে। কাজটা ঠিক হয়নি- এটা আমি বিনাবাক্যে স্বীকার করছি। তাকে প্রচন্ডরকম বকাবকিও করেছি। উনার বউকে চাকরি দেয়ার বিষয়টি আমি তদন্তের ব্যবস্থা করেছি, নির্দেশনা দিয়েছি। নগদের অ্যাক্টিং সিইও এই বিষয়ে প্রেস রিলিযে বলবেন। তবে বলে রাখি, এখানে অন্যায়ভাবে সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম এবং আমাকে টেনে আনা হয়েছে।”
তিনি আরও বলেন, “নগদে সাবেক সরকারের লোকেরা ভুয়া ই-কেওয়াসি করে, ই-কেওয়াসি ছাড়া অ্যাকাউন্ট করে, ভুয়া এজেন্ট নিয়োগ দিয়ে, ভুয়া ক্যাশ ব্যাক করে, অবৈধ মার্চেন্ট অ্যাকাউন্ট লেনদেন করে অর্থ হাতিয়েছে। মানবজমিন সুকৌশলে এই দায় আমার আর নাহিদ ইসলামের উপর চাপিয়ে দিতে চেয়েছে। আমি এর নিন্দা জানাই।”
এর আগে চলতি বছরের ১২ ফেব্রুয়ারি নগদে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন। তখন ৭৫ হাজার কোটি টাকা বিদেশে পাচার, প্রায় পাঁচ হাজার অবৈধ এজেন্ট এবং আর্থিক প্রতিষ্ঠানের নীতিমালা ভেঙে প্রতিষ্ঠানটিতে ৭০ শতাংশ বিদেশি শেয়ারের অভিযোগে অভিযান পরিচালনা করে দুদক।
ঐ সময় দুদকের অভিযান পরিচালনাকারী টিম নগদের ই-ওয়ালেটের মাধ্যমে প্রায় ৬০০ কোটি টাকার বেশি অনিয়মিত লেনদেনের তথ্য পাওয়ার কথা গণমাধ্যমকে জানায়। এ ছাড়া নগদ বিপুল পরিমাণ অতিরিক্ত ই-মানি তৈরি করে বেশ কিছু বিদেশি কোম্পানির মাধ্যমে অর্থ পাচার করছে বলেও জানায় দুদক।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় আশুগঞ্জ পাওয়ার স্টেশন
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- এক বহুজাতিকের ধাক্কায়ই কেঁপে উঠল শেয়ারবাজার
- চলতি সপ্তাহে আসছে ৬৫ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- সাত কোম্পানিতে বিনিয়োগ বেড়েছে উদ্যোক্তা পরিচালকদের
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- ঢাবির হলে ধূমপায়ীদের সিট না দেওয়ার ঘোষণা; প্রশংসায় ভাসছেন প্রভোস্ট
- ইপিএস প্রকাশ করার তারিখ জানাল ১৫ প্রতিষ্ঠান
- স্টক ডিভিডেন্ড পেল ৩ কোম্পানির বিনিয়োগকারীরা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
- ডিএনসিসির শিক্ষাবৃত্তি পাবে ২ হাজার শিক্ষার্থী
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- ৫২ সপ্তাহে সর্বোচ্চ উচ্চতায় শেয়ারবাজারের ৯ কোম্পানি