ঢাকা, শনিবার, ২১ জুন ২০২৫, ৭ আষাঢ় ১৪৩২

এবি ব্যাংকের ‘নো ডিভিডেন্ড’: শেয়ারপ্রতি রেকর্ড লোকসান

ডুয়া নিউজ- শেয়ারবাজার
২০২৫ মে ৩১ ২২:২২:৫৭
এবি ব্যাংকের ‘নো ডিভিডেন্ড’: শেয়ারপ্রতি রেকর্ড লোকসান

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান এবি ব্যাংক পিএলসি ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের জন্য কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি। ব্যাংকটির বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত লোকসান দাঁড়িয়েছে ২১ টাকা ২৮ পয়সা, যেখানে আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ১ টাকা।

এ ছাড়া, শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে মাইনাস ৪২ টাকা ২৩ পয়সা। আগের বছরের তুলনায় যা উল্লেখযোগ্যভাবে নেমে গেছে। আগের বছর ছিল ১০ টাকা ৯৮ পয়সা।

২০২৫ সালের ৩১ মার্চ তারিখে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত সম্পদ মূল্য দাঁড়িয়েছে মাত্র ৭ টাকা ৯ পয়সা, যা আগের বছর ছিল ২৯ টাকা।

ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ৫ আগস্ট সকাল ১০টায় হাইব্রিড প্ল্যাটফর্মে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ জুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত