ঢাকা, শুক্রবার, ২০ জুন ২০২৫, ৬ আষাঢ় ১৪৩২
দুর্যোগে ফ্লাইট মিস করা যাত্রীদের জন্য সুখবর

গত দু’দিন ধরে ঢাকাসহ সারাদেশে ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়েছে। চলমান দুর্যোগপূর্ণ আবহাওয়া ও টানা বৃষ্টির কারণে অনেক যাত্রী নির্ধারিত সময়ে বিমানবন্দরে পৌঁছাতে না পারায় ফ্লাইট মিস করছেন। এ পরিস্থিতিতে যাত্রীদের সুবিধার্থে টিকিটের তারিখ পরিবর্তনের ফি মওকুফ করতে সব এয়ারলাইন্সকে অনুরোধ করে চিঠি পাঠিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।
আজ শুক্রবার (৩০ মে) ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ।
তিনি জানান, ‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বর্তমানে সকল আন্তর্জাতিক ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণ কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে। তবে চলমান খারাপ আবহাওয়া ও ভারী বৃষ্টিপাতের কারণে কিছু ফ্লাইটে সাময়িক বিলম্ব হচ্ছে। এখন পর্যন্ত কোনো ফ্লাইটকে বিকল্প গন্তব্যে ডাইভার্ট করতে হয়নি, যা যাত্রী ও এয়ারলাইন্স উভয়ের জন্য একটি স্বস্তির বিষয়। যেকোনো সম্ভাব্য পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষ সার্বক্ষণিকভাবে এয়ারলাইন্স, সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থা ও আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে কাজ করে যাচ্ছে।’
এসএম রাগীব সামাদ আরও বলেন, “যাত্রীসেবার মান বজায় রাখতে বিমানবন্দরে বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে। একইসঙ্গে গাজীপুর ও বনানী এলাকা থেকে বিমানবন্দরগামী যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগসহ সংশ্লিষ্ট সড়ক ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর ফলে সম্মানিত যাত্রীরা যাতে নির্ধারিত ফ্লাইট মিস না করেন তা নিশ্চিত করার সর্বোচ্চ প্রচেষ্টা চলছে।”
এছাড়াও খারাপ আবহাওয়ার কারণে যেসব যাত্রী ফ্লাইট মিস করেছেন বা মিস করতে পারেন, তাদের দ্রুততম সময়ে পরবর্তী ফ্লাইটে স্থানান্তরের ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের বিষয়টি বিবেচনায় নিয়ে এ সংক্রান্ত প্রযোজ্য ফি মওকুফে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সব এয়ারলাইন্সকে অনুরোধসহ নির্দেশনামূলক চিঠি পাঠানো হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ডিভিডেন্ডের উপর উচ্চ কর: শেয়ারবাজারের স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ
- বদলে গেছে ধারণা, বিস্মিত ইসরায়েল
- শেয়ারবাজারের শর্ত পূরণে ৬০ কোম্পানিকে বিএসইসির আল্টিমেটাম
- ‘বিপর্যয় থেকে বিশ্ব মাত্র কয়েক মিনিট দূরে’
- মূলধন বাড়ানোর সিদ্ধান্ত শেয়ারবাজারের ১৩ ব্যাংকের
- নীলক্ষেত হোস্টেল থেকে ঢাবির সাবেক শিক্ষার্থীর ম’রদেহ উদ্ধার
- ইরানকে হা-ম-লা বন্ধে প্রস্তাব
- ঢাবিতে হটাৎ ছাত্রলীগের বিক্ষোভ, ককটেল বি-স্ফো-র-ণ
- কারাগারে ফাঁসিতে ঝুললেন সেই অস্ত্রধারী আ’লীগ নেতা
- একাধিক মিসাইল ছুঁড়েছে উত্তর কোরিয়া
- দুর্বল ১৫ আর্থিক প্রতিষ্ঠান বিলুপ্তির চিন্তাভাবনা করছে বাংলাদেশ ব্যাংক
- দুই বড় খবরের মধ্যে আজ খুলছে দেশের শেয়ারবাজার
- ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ঢাবিতে ক্লাস ছুটি কতদিন, যা জানা গেল
- লন্ডন ছাড়ছেন তারেক রহমান
- জেরুজালেম ও তেল আবিবে বড় বিস্ফোরণ, ট্রাম্পের জরুরি বৈঠক