ঢাকা, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২
বিসিবির জরুরি সভা বিকেলে, দায়িত্ব নেবেন নতুন সভাপতি
গত বছরের আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর নাজমুল হাসান পাপনের স্থলাভিষিক্ত হয়ে বিসিবির সভাপতির পদে বসেছিলেন ফারুক আহমেদ। তবে এক বছর পার হওয়ার আগেই আবারও নেতৃত্বে পরিবর্তন আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)।
গতকাল (বৃহস্পতিবার) রাতে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বিসিবি সভাপতি ফারুক আহমেদের কাউন্সিলর মনোনয়ন বাতিল করে। একইসঙ্গে সাবেক জাতীয় অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে নতুন কাউন্সিলর হিসেবে মনোনয়ন দেয় সংস্থাটি যা বিসিবিও অনুমোদন করেছে।
আজ (শুক্রবার) বিকেলে বিসিবির পরিচালনা পর্ষদের জরুরি সভা ডাকা হয়েছে। ধারণা করা হচ্ছে সেখানেই আমিনুল ইসলাম বুলবুলকে নতুন সভাপতি হিসেবে নির্বাচন করা হতে পারে।
এর পেছনে অন্যতম কারণ সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ক্রিকেটারদের পারিশ্রমিক সংক্রান্ত জটিলতা ও বিসিবির সার্বিক অব্যবস্থাপনার অভিযোগ। এনএসসি’র গঠিত সত্য অনুসন্ধান কমিটির প্রতিবেদনে এই বিষয়ে বিসিবি সভাপতি ফারুককে দায়ী করা হয়েছে। এই প্রতিবেদন এবং পরিচালকদের অনাস্থার পরিপ্রেক্ষিতেই ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করা হয়।
ফারুকের মনোনয়ন বাতিলের পর গতকাল রাতেই এক অনলাইন সভায় বসে বিসিবির পরিচালনা পর্ষদ। সেখানে আমিনুল ইসলামকে কাউন্সিলর হিসেবে অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছেন বোর্ডের এক সিনিয়র পরিচালক। তিনি বলেন, ‘সকল পরিচালকের উপস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একজন নতুন কাউন্সিলরকে অনুমোদন এবং একজনের মনোনয়ন প্রত্যাহার করা হয়েছে। নির্বাচন সংক্রান্ত পরবর্তী পদক্ষেপ দ্রুতই নেওয়া হবে। সম্ভবত আজ বিকেলেই নতুন সভাপতি ঘোষণা করা হবে।’
জানা গেছে, ওই সভায় বিসিবির সাবেক পরিচালক আকরাম খানও উপস্থিত ছিলেন যদিও বৃহস্পতিবার তিনি পরিচালকদের অনাস্থা চিঠিতে স্বাক্ষর করেননি। উল্লেখ্য, আকরাম খান ফারুক আহমেদের আত্মীয়।
সবমিলিয়ে আজই বিসিবির নতুন সভাপতি হিসেবে আমিনুল ইসলাম বুলবুলের নাম ঘোষণা হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। তবে এটি হবে একটি অন্তর্বর্তীকালীন দায়িত্ব। অক্টোবরের বিসিবি নির্বাচন পর্যন্ত তিনি সভাপতির দায়িত্বে থাকতে পারেন। এরপর নির্বাচনের মাধ্যমে গঠিত হবে নতুন বোর্ড।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (Live)
- আজ বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ আজকের খেলাটি সরাসরি (LIVE) দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ: ২ গোলে শেষ ম্যাচ, দেখুন ফলাফল
- বাংলাদেশ বনাম আর্জেন্টিনা: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আর্জেন্টিনার খেলা, সরাসরি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ: খেলাটি সরাসরি (LIVE) দেখুন
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বাংলাদেশ বনাম আর্জেন্টিনা: ২৫ মিনিটে গোল-সরাসরি দেখুন
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ: নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ-দেখে নিন ফলাফল
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ১ম টি-20: যেভাবে দেখবেন সরাসরি (LIVE)
- বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচের প্রথমার্ধ শেষ, কে এগিয়ে?
- যে কারণে বাতিল হলো আজকের ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ