ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২
ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করে প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের পরিচালক পদে মনোনয়ন বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। বৃহস্পতিবার রাত ১১টায় এনএসসি সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। গঠনতন্ত্র অনুযায়ী পরিচালক পদ বাতিল হওয়ায় স্বাভাবিকভাবেই বিসিবি সভাপতি পদেও আর থাকছেন না ফারুক আহমেদ।
জুলাইয়ের অভ্যুত্থানের পর বিসিবি পুনর্গঠনের অংশ হিসেবে এনএসসি'র কোটা থেকে পরিচালক পদে মনোনয়ন পেয়েছিলেন ফারুক আহমেদ ও নাজমুল আবেদীন ফাহিম। তবে এনএসসি জানিয়েছে, বিসিবির ১০ পরিচালককের মধ্যে ৮ জন ফারুক আহমেদের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেছেন। পাশাপাশি বিপিএল সংক্রান্ত গঠিত সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদনের আলোকে বোর্ডের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ প্রেক্ষিতে এনএসসি ফারুক আহমেদের মনোনয়ন বাতিলের ঘোষণা দেয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর গঠনতন্ত্রের অনুচ্ছেদ: ১৩.২ (খ) (৪) মোতাবেক জাতীয় ক্রীড়া পরিষদ এর ১৯/০৮/২০২৪ তারিখের ৩৪.০৩.০০০০.০০৪.০৩.০২৯-৩০৭৮ সংখ্যক স্মারক মূলে ইতোপূর্বে মনোনীত পরিচালক ফারুক আহমেদের বিরুদ্ধে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ৮ জন পরিচালক (বর্তমান সংখ্যাগরিষ্ঠ) অনাস্থা প্রস্তাব দাখিল করায় এবং বিপিএল সংক্রান্তে গঠিত সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদনের পর্যালোচনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যক্রম স্বাভাবিক রাখার প্রয়োজনে ফারুক আহমেদের অনুকূলে জাতীয় ক্রীড়া পরিষদের ইতোপূর্বের মনোনয়ন বাতিল করা হলো।
আরও বলা হয়েছে, এই বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) পরিচালক পদে বড় ধরনের রদবদল আনা হয়। জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলম ববির পরিবর্তে এনএসসি নতুন করে নাজমুল আবেদীন ফাহিম ও ফারুক আহমেদকে পরিচালক হিসেবে মনোনীত করে। যদিও ববি পদত্যাগ করেননি, এনএসসি তার মনোনয়ন বাতিল করে। পরবর্তীতে মাত্র একদিনের ব্যবধানে পরিচালক হিসেবে মনোনীত ফারুক আহমেদ বিসিবি সভাপতি হিসেবে নির্বাচিত হন।
তবে ১০ মাস পর ফারুক আহমেদের ভাগ্যও একই রকম হয়েছে। সম্প্রতি যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে বৈঠকের পর থেকেই বিসিবি সভাপতির পদত্যাগ নিয়ে জটিলতা তৈরি হয়। বৈঠকের পর দুপুরে ফারুক জানান, তিনি পদত্যাগ করবেন না।
এরপরই বিসিবির আট পরিচালক ফারুক আহমেদের বিরুদ্ধে অনাস্থা জানান। অনাস্থা প্রকাশকারী পরিচালকরা হলেন—নাজমুল আবেদীন ফাহিম, মো. সাইফুল আলম স্বপন চৌধুরী, মাহবুব আনাম, মঞ্জুরুল আলম, ফাহিম সিনহা, ইফতেখার রহমান মিঠু, কাজী ইনাম আহমেদ ও সালাউদ্দিন চৌধুরী। তারা ক্রীড়া মন্ত্রণালয়ে চিঠি পাঠান আর সেই চিঠি পাঠানোর কয়েক ঘণ্টার মধ্যেই জাতীয় ক্রীড়া পরিষদ ফারুক আহমেদের মনোনয়ন প্রত্যাহার করে নেয়।
এদিকে এনএসসি আজ শেখ হামিম হাসানের স্থলে আমিনুল ইসলাম বুলবুলকে জাতীয় ক্রীড়া পরিষদের কাউন্সিলর হিসেবে মনোনীত করেছে। এনএসসির সচিব মো. আমিনুল ইসলাম এ বিষয়ে বলেন, ‘আমরা আমিনুল ইসলাম বুলবুলকে কাউন্সিলর হিসেবে মনোনয়ন দিয়েছি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বল্প মূল্যে কম্পিউটার স্কিল ট্রেনিং কোর্সে ভর্তির সুযোগ, আসন সীমিত
- ডুয়া নিউজের বিশেষ প্রতিযোগিতা, পুরস্কার ১ লক্ষ ৫০ হাজার টাকা!
- চলতি সপ্তাহে বেক্সিমকোর ফ্লোর প্রাইস ওঠার সম্ভাবনা
- শেয়ারবাজারে তানিয়া শারমিন ও মাহবুব মজুমদার ৫ বছরের জন্য নিষিদ্ধ
- শেয়ারবাজারের ৩ প্রতিষ্ঠানের ২৯৬ কোটি টাকা মানি লন্ডারিং
- শেয়ারের অস্বাভাবিক দামের জন্য ডিএসইর সতর্কবার্তা
- ঢাবি অ্যালামনাই ও নিউ হরাইজন কানাডিয়ান স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তার
- জুলাই স্মৃতি জাদুঘর: টেন্ডার ছাড়াই ১১১ কোটি টাকার কাজ পেল দুই প্রতিষ্ঠান
- ইপিএস ঘোষণার তারিখ জানাল দুই কোম্পানি
- ১৬ জুলাই সরকারি ছুটি কি-না? যা জানা যাচ্ছে
- শেয়ারের অস্বাভাবিক দাম নিয়ে ডিএসইর সতর্কতা
- ঢাবির জিয়া হলে ‘ক্যারিয়ার টক’ অনুষ্ঠিত
- ডিভিডেন্ড পেয়েছে চার কোম্পানির বিনিয়োগকারীরা
- শেয়ার কারসাজিকারীদের শাস্তি ১০ বছর করার প্রস্তাব