ঢাকা, শুক্রবার, ৩০ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২
হাইকোর্টে খালাস পেলেন তারেক ও জুবাইদা রহমান
.jpg)
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমানকে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় খালাস দিয়েছেন হাইকোর্ট।
সোমবার বিচারপতি মো. খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ ডা. জুবাইদা রহমানের আপিল মঞ্জুর করে বিচারিক আদালতের দেওয়া সাজার রায় বাতিল করেন। তাঁর এই আপিল মঞ্জুরের ফলে, মামলায় হাইকোর্টে আপিল না করা অন্য আসামিরাও (যেমন তারেক রহমান) খালাসের সুবিধা পাবেন বলে জানিয়েছেন জুবাইদা রহমানের আইনজীবীরা।
আপিল শুনানিতে জুবাইদা রহমানের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন, এস এম শাহজাহান, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার নাসিরুদ্দিন আহমেদ অসীম, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, অ্যাডভোকেট জাকির হোসেন ভূঁইয়া ও অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ। দুদকের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী আসিফ হাসান।
গত ১৪ মে হাইকোর্ট আপিলটি গ্রহণ করে জুবাইদা রহমানকে জামিন দেন এবং আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিচারিক আদালতের দেওয়া অর্থদণ্ডও স্থগিত করেন। সেই সঙ্গে মামলার নথি নিম্ন আদালত থেকে তলব করা হয়।
২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে তারেক রহমান, ডা. জুবাইদা রহমানসহ তিনজনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরের বছর তাঁদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। এরপর ২০২৩ সালের ২ আগস্ট ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. আছাদুজ্জামান রায় দেন, যেখানে তারেক রহমানকে ৯ বছর এবং জুবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে ওই বছরের ২২ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে জুবাইদা রহমানের কারাদণ্ড ১ বছরের জন্য স্থগিত করে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাতিল হচ্ছে ২০ আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স, তালিকায় শেয়ারবাজারের ১৪টি
- সরকারি কোম্পানি শেয়ারবাজারে আনার উদ্যোগ, তালিকায় ২১ প্রতিষ্ঠান
- ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ১.৪ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রির ঘোষণা
- শেয়ারবাজারের ৬৬ কোম্পানির প্রতি বিএসইসি’র কঠোর বার্তা
- গভীর রাতে ঢাবি শিবির সভাপতির ফেসবুক পোস্টে তোলপাড়
- দশ হাজার কোটি ঋণের বোঝায় আইসিবি, প্রস্তাব বিশেষ তহবিলের
- শেয়ারবাজারের ৯ ব্যাংক এমডিবিহীন, নেতৃত্ব সংকট তীব্র
- শেয়ারবাজারের ১৮ ব্যাংককে ডিভিডেন্ড না দেওয়ার নির্দেশ
- ড. ইউনূসকে রাষ্ট্রপতি, তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার প্রস্তাব
- ঢাবির পীরগাছা উপজেলা সংগঠনের নেতৃত্বে রবিউল ও সৈকত
- বনানীতে ঢাবির সাবেক ছাত্রীর ম’রদেহ উদ্ধার
- নানামুখী চেষ্টার পরও ভেঙে পড়ছে দেশের শেয়ারবাজার
- জেড ক্যাটাগরি ও ন্যুনতম শেয়ারধারণে ব্যর্থ কোম্পানিতে বসছে স্বতন্ত্র পরিচালক
- মন্দার বাজারে আলো ছড়িয়েছে ২০ শেয়ার
- ঈদের ছুটি নিয়ে নতুন প্রস্তাবনা