ঢাকা, শুক্রবার, ৩০ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

হাইকোর্টে খালাস পেলেন তারেক ও জুবাইদা রহমান

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ মে ২৮ ২০:০৭:৫২
হাইকোর্টে খালাস পেলেন তারেক ও জুবাইদা রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমানকে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় খালাস দিয়েছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি মো. খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ ডা. জুবাইদা রহমানের আপিল মঞ্জুর করে বিচারিক আদালতের দেওয়া সাজার রায় বাতিল করেন। তাঁর এই আপিল মঞ্জুরের ফলে, মামলায় হাইকোর্টে আপিল না করা অন্য আসামিরাও (যেমন তারেক রহমান) খালাসের সুবিধা পাবেন বলে জানিয়েছেন জুবাইদা রহমানের আইনজীবীরা।

আপিল শুনানিতে জুবাইদা রহমানের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন, এস এম শাহজাহান, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার নাসিরুদ্দিন আহমেদ অসীম, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, অ্যাডভোকেট জাকির হোসেন ভূঁইয়া ও অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ। দুদকের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী আসিফ হাসান।

গত ১৪ মে হাইকোর্ট আপিলটি গ্রহণ করে জুবাইদা রহমানকে জামিন দেন এবং আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিচারিক আদালতের দেওয়া অর্থদণ্ডও স্থগিত করেন। সেই সঙ্গে মামলার নথি নিম্ন আদালত থেকে তলব করা হয়।

২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে তারেক রহমান, ডা. জুবাইদা রহমানসহ তিনজনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরের বছর তাঁদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। এরপর ২০২৩ সালের ২ আগস্ট ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. আছাদুজ্জামান রায় দেন, যেখানে তারেক রহমানকে ৯ বছর এবং জুবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে ওই বছরের ২২ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে জুবাইদা রহমানের কারাদণ্ড ১ বছরের জন্য স্থগিত করে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত