ঢাকা, শুক্রবার, ৩০ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

সীমান্তে মুখোমুখি বিএসএফ-বিজিবি; উত্তেজনা চরমে

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ মে ২৮ ১৭:৩৬:২২
সীমান্তে মুখোমুখি বিএসএফ-বিজিবি; উত্তেজনা চরমে

ভারতরে বিভিন্ন রাজ্য থেকে বাংলাদেশি অভিযোগে ধরে এনে বাংলাদেশে পুশইন করছে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সীমান্তের বিভিন্ন জেলা থেকে গত কয়েক দিনে ৪ শতাধিক মানুষকে পুশইন করেছে ভারত। এর মধ্যে বাংলাদেশ ও ভারত উভয় দেশের নাগরিকই রয়েছে। এবার লালমনিরহাটের পাটগ্রাম, হাতীবান্ধা ও আদিতমারী উপজেলার পাঁচ সীমান্ত দিয়ে এক শিশুসহ ৫৫ জন নারী ও পুরুষকে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এসব নারী-পুরুষের ভারতীয় প্যান কার্ড, আধার কার্ডসহ যাবতীয় পরিচয়পত্র ও সঙ্গে থাকা রুপি কেড়ে নিয়েছে বাহিনীটি।

মঙ্গলবার (২৭ মে) রাত আড়াইটা থেকে শুরু করে বুধবার (২৮ মে) দুপুর পর্যন্ত ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশে অবৈধভাবে লোকজন ঠেলে পাঠানোর চেষ্টা চালায়। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয়দের বাধায় তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে আদিতমারী উপজেলার দিঘলটারি বিজিবি ক্যাম্পসংলগ্ন চওড়াটারি এলাকার ৯২৪/৯এস সীমানা পিলারের কাছে উত্তেজনাকর পরিস্থিতি দেখা যায়। সেখানে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা কাঁটাতারের এপারে অবস্থান নিয়ে রাইফেল তাক করে রেখেছিল বাংলাদেশের দিকে। পাল্টা প্রস্তুতিতে সীমান্তের একেবারে কাছেই বাংলাদেশের ভূখণ্ডে বিজিবি সদস্যদেরও রাইফেল তাক করে থাকতে দেখা যায়। পরিস্থিতি আরও থমথমে করে তোলে স্থানীয়দের উপস্থিতি। তাদের অনেককেই লাঠি হাতে বিজিবির পাশে অবস্থান নিতে দেখা যায়। মঙ্গলবার রাত থেকে বুধবার পর্যন্ত পুরো সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বিজিবি সূত্র জানায়, ‘বুধবার ভোরের দিকে আদিতমারীর দুর্গাপুরের চওড়াটারি সীমান্ত দিয়ে আট মাসের এক শিশু, ৬ জন নারী ও ৬ জন পুরুষসহ মোট ১৩ জনকে পুশইনের চেষ্টা করে। একই সময় থেকে হাতীবান্ধার বনচৌকি দিয়ে ছয়জন এবং পাটগ্রামের আমবাড়ি, পচা ভাণ্ডার ও ধবলগুড়ি ও সফিরহাট সীমান্ত দিয়ে ৩৬ জনকে একযোগে বাংলাদেশ ভূখণ্ডে পুশইনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি ও এলাকাবাসীদের বাধায় তা ব্যর্থ হয়।

সীমান্তগুলোতে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনী সতর্ক অবস্থানে থাকায় পুশইনের শিকার লোকজন ভোর থেকে বিকাল পর্যন্ত প্রখর রোদে ক্ষুধার্ত অবস্থায় পড়ে আছেন ভারতীয় অংশে খোলা আকাশের নিচে। বিভিন্ন সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির পাশাপাশি স্থানীয় গ্রামবাসীরা এখন সতর্ক অবস্থানে রয়েছে।’

সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো লোকজন আসামের বাসিন্দা বলে জানা গেছে।

এদিকে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে পুশইন চেষ্টার শিকার ব্যক্তিদেরকে নিজেদের ভারতীয় নাগরিক বলে দাবি করতে দেখা যায়। তাদের অভিযোগ, “বাংলাভাষী ও মুসলিম হওয়ার কারণে তাদেরকে ধরে এনে বাংলাদেশি বলে পুশইন করার চেষ্টা করছে বিএসএফ।”

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি ইমাম বলেন, “জেলার কয়েকটি সীমান্ত দিয়ে ভোরের দিকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। কোনো অবস্থাতে কেউ যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে এজন্য বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে।”

এ বিষয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত