ঢাকা, শুক্রবার, ৩০ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

সচিবালয় অভিমুখে জুলাই আহত-শহীদ পরিবারের সদস্যরা, ৩ দাবি

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ মে ২৮ ১৩:০৪:৫৪
সচিবালয় অভিমুখে জুলাই আহত-শহীদ পরিবারের সদস্যরা, ৩ দাবি

তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে সচিবালয় অভিমুখে লং মার্চ শুরু করেছেন জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা। বুধবার (২৮ মে) বেলা ১২টার দিকে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে থেকে তারা যাত্রা শুরু করেন।

এর আগে, বেলা ১১টার কিছু আগে জাতীয় জাদুঘরের সামনে এক মানববন্ধনে অংশ নেন তারা। মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবি জানান—গণঅভ্যুত্থানের আহত ও শহীদদের এমআইএস-এ সরকারি রেজিস্ট্রেশন, নিয়মিত ভাতা প্রদান এবং সরকারি গেজেটে নাম অন্তর্ভুক্তির।

মানববন্ধন শেষে তারা সচিবালয়ের দিকে রওনা হন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত