ঢাকা, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

মিছিল নিয়ে নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীরা

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ মে ২৮ ১২:৪১:২২
মিছিল নিয়ে নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীরা

বিএনপির তিন অঙ্গসংগঠন—যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ‘তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ ঘিরে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। বুধবার সকাল ১০টা থেকেই ঢাকা মহানগরীর বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে মিছিল নিয়ে তারা নয়াপল্টনে আসছেন।

সমাবেশকে কেন্দ্র করে এরই মধ্যে নির্মিত হয়েছে একটি মঞ্চ। চারদিকজুড়ে টানানো হয়েছে মাইক, যাতে ভেসে আসছে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে তৈরি বিভিন্ন সংগীত।

ঢাকার বাইরে থেকেও—বিশেষ করে সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ অঞ্চল থেকে—দলীয় নেতাকর্মীরা নয়াপল্টনের আশেপাশে জড়ো হচ্ছেন। বেলা ২টায় এই সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন, টি-শার্ট পরে এবং মাথায় জাতীয় ও দলীয় পতাকা বেঁধে অংশ নিচ্ছেন সমাবেশে। নানা স্লোগানে মুখর হয়ে উঠেছে নয়াপল্টন এলাকা। একইসঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও ওই এলাকায় সতর্ক অবস্থানে দেখা গেছে।

মে মাসজুড়ে তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে বিএনপির এই তিন সংগঠন দেশজুড়ে কর্মসূচি পরিচালনা করছে। চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় এরই মধ্যে সেমিনার ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এবং এবার কেন্দ্রীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে ঢাকায়।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত