ঢাকা, বুধবার, ৬ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

লেনদেন বৃদ্ধির নেপথ্যে দুই শ্রেণির শেয়ার

ডুয়া নিউজ- শেয়ারবাজার
২০২৫ মে ২৬ ১৯:২৭:১৫
লেনদেন বৃদ্ধির নেপথ্যে দুই শ্রেণির শেয়ার

শেয়ারবাজারে সপ্তাহের তৃতীয় কার্যদিবস আজ সোমবার সূচকের পতন ঘটেছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৬.৯৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৭১৯.৩৮ পয়েন্টে। ডিএসইতে আজ মোট ২৮২ কোটি ৬১ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ২৩৫ কোটি ৫১ লাখ ১৬ হাজার টাকার। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ৪৭ কোটি ১০ লাখ ৪৬ হাজার টাকা। এই লেনদেন বৃদ্ধির নেপথ্যে ছিল ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরির শেয়ার। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর লেনদেন তালিকায় থাকা ‘এ’ ক্যাটাগরির প্রতিষ্ঠানগুলো হলো- স্কয়ার ফার্মা, ব্র্যাক ব্যাংক, বিচ হ্যাচারি, এনআরবি ব্যাংক এবং উত্তরা ব্যাংক।

আর ‘বি’ ক্যাটাগরির প্রতিষ্ঠানগুলো হলো- বারাকা পতেঙ্গা পাওয়ার, শাইনপুকুর সিরামিকস, মিডল্যান্ড ব্যাংক, এস আলম কোল্ড রোল্ড স্টিল এবং সোনারগাঁও টেক্সটাইল।

জানা যায়, আজ ডিএসইতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার। এদিন কোম্পানিটির ১১ কোটি ২৭ লাখ ১১ হাজার টাকার। আগেরদিন লেনদেন হয়েছিল ১ কোটি ৫১ লাখ টাকার। দিনশেষে কোম্পানিটির প্রতিটি শেয়ার ২০৩ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে বারাকা পতেঙ্গা পাওয়ারে। আজ কোম্পানিটির ১০ কোটি ৯ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগেরদিন লেনদেন হয়েছিল ৯ কোটি ২৭ লাখ টাকার। দিনশেষে কোম্পানিটির প্রতিটি শেয়ার ১৬ টাকা ২০ পয়াসায় লেনদেন হয়েছে।

তৃতীয় সর্বোচ্চ ব্র্যাক ব্যাংকের ৮ কোটি ৮৩ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগেরদিন লেনদেন হয়েছিল ৭ কোটি ৯৯ লাখ টাকার। দিনশেষে ব্যাংকটির প্রতিটি শেয়ার ৪৬ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়েছে।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- শাইনপুকুর সিরামিকসের ৮ কোটি ৬০ লাখ ৪১ হাজার টাকা, মিডল্যান্ড ব্যাংকের ৮ কোটি ২৮ লাখ ৫৫ হাজার টাকা, বিচ হ্যাচারির ৭ কোটি ৫৫ লাখ ৩৬ হাজার টাকা, এস আলম কোল্ড রোল্ড স্টিলের ৭ কোটি ৫০ লাখ ৬৯ হাজার টাকা, এনআরবি ব্যাংকের ৬ কোটি ৯১ লাখ ৪৮ হাজার টাকা, উত্তরা ব্যাংকের ৫ কোটি ২৫ লাখ ৩৫ হাজার টাকা এবং সোনারগাঁও টেক্সটাইলের ৪ কোটি ৪০ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত