ঢাকা, রবিবার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

শীর্ষ তালিকায় জায়গা করে নিল একই শ্রেণির ১৪ কোম্পানি

ডুয়া নিউজ- শেয়ারবাজার
২০২৫ মে ২৫ ১৯:৪৯:০০
শীর্ষ তালিকায় জায়গা করে নিল একই শ্রেণির ১৪ কোম্পানি

মন্দার ধারাবাহিকতায় আজ ররিবারও (২৫ মে) শেয়ারবাজারে পতনের মধ্যে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১০.০৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৩৬ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৯৬টি প্রতিষ্ঠানের ২৩৫ কোটি ৫১ লাখ টাকার লেনদেন হয়েছে। এরমধ্যে লেনদেন তালিকায় শীর্ষ ১০টির মধ্যে ৭টিই ছিল ‘বি’ ক্যাটাগরির। অন্যদিকে, দর বৃদ্ধির শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে ৭টিই ছিল ‘বি’ ক্যাটাগরির। অর্থাৎ লেনদেন ও দর বৃদ্ধির শীর্ষ তালিকায় ‘বি’ ক্যাটাগরির ১৪ কোম্পানির দাপট দেখা গেছে। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।

লেনদেন তালিকায় থাকা ‘বি’ ক্যাটাগরির কোম্পানিগুলো হলো- বারাকা পতেঙ্গা পাওয়ার, মিডল্যান্ড ব্যাংক, শাইনপুকুর সিরামিকস, এস আলম কোল্ড রোল্ড স্টিল, সোনারগাঁও টেক্সটাইল, খান ব্রাদার্স এবং বারাকা পাওয়ার।

জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বারাকা পতেঙ্গা পাওয়ারের। আজ ডিএসইতে কোম্পানিটির ৯ কোটি ২৬ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দিনশেষে কোম্পানিটির প্রতিটি শেয়ার ১৫ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছে।

দ্বিতী সর্বোচ্চ মিডল্যান্ড ব্যাংকের ৯ কোটি ১৯ লাখ ৪১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দিনশেষে কোম্পানিটির প্রতিটি শেয়ার ২৭ টাকায় লেনদেন হয়েছে।

৭ কোটি ৭৮ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে শাইনপুকুর সিরামিকস। দিনশেষে কোম্পানিটির প্রতিটি শেয়ার ২২ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- এস আলম কোল্ড রোল্ড স্টিলের ৬ কোটি ৪৮ লাখ ৩২ হাজার টাকা, সোনারগাঁও টেক্সটাইলের ৪ কোটি ২৭ লাখ ৩৫ হাজার টাকা, খান ব্রাদার্সের ৪ কোটি ৬৯ লাখ ৯১ হাজার টাকা এবং বারাকা পাওয়ারের ৪ কোটি ৬৭ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিকে, দর বৃদ্ধির শীর্ষে থাকা ‘বি’ ক্যাটাগরির কোম্পানিগুলো হলো- বারাকা পতেঙ্গা পাওয়ার, বারাকা পাওয়ার, এনাজিংপ্যাক পাওয়ার জেনারেশন, মোজাফ্ফর হোসেন স্পিনিং, সোনারগাঁও টেক্সটাইল, মিডল্যান্ড ব্যাংক এবং ড্রাগন সোয়েটার।

আজ ডিএসইতে সবচেয়ে বেশি দর বেড়েছে বারাকা পতেঙ্গা পাওয়ারের। এদিন কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৪০ পয়সা বা ৯.৬৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫ টাকা ৯০ পয়সা। কোম্পানিটির শেয়ার আজ বিক্রেতা সঙ্কটে হল্টেড হতে দেখা গেছে।

দ্বিতীয় সর্বোচ্চ বেড়েছে বারাকা পাওয়ারের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১ টাকা বা ৯.৪৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১ টাকা ৬০ পয়সায়। কোম্পানিটির শেয়ার আজ বিক্রেতা সঙ্কটে হল্টেড হতে দেখা গেছে।

তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৪০ পয়সা বা ৯.০৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৬ টাকা ৮০ পয়সায়।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- মোজাফ্ফর হোসেন স্পিনিংয়ের ৯০ পয়সা বা ৭.১৪ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ২ টাকা ৪০ পয়সা বা ৫.৯৪ শতাংশ, মিডল্যান্ড ব্যাংকের ১ টাকা ৫০ পয়সা বা ৫.৮৮ শতাংশ এবং ড্রাগন সোয়েটারের ৫০ পয়সা বা ৫.৬৮ শতাংশ দর বেড়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

এনবিআরের কর্মবিরতি স্থগিত

এনবিআরের কর্মবিরতি স্থগিত

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক জারি করা অধ্যাদেশ আগামী ৩১ জুলাইয়ের মধ্যে সংশোধনের আশ্বাস দেওয়ায় এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা তাদের চলমান কর্মসূচি... বিস্তারিত