ঢাকা, রবিবার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

চাপের বাজারেও ‘এ’ ক্যাটাগরির শেয়ারে খানিকটা স্বস্তি

ডুয়া নিউজ- শেয়ারবাজার
২০২৫ মে ২৫ ১৯:২৯:২
চাপের বাজারেও ‘এ’ ক্যাটাগরির শেয়ারে খানিকটা স্বস্তি

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস আজ রবিবার (২৫ মে) শেয়ারবাজারে পতন প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১০ দশমিক ০৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৩৬.৩৩ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৯৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২১৫টির দর কমেছে। এদিন ডিএসই‘র দর কমার শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের মধ্যে মাত্র ২টি কোম্পানি ছিল ‘এ’ ক্যাটাগরির। এর আগের দুই কার্যদিবসে বিক্রির চাপে দরপতন তালিকায় ‘এ’ ক্যাটাগরির আধিপত্য দেখা গেছে। তবে আজ দরপতনে ‘বি’ এবং ‘জেড’ ক্যাটাগরির ৪টি করে কোম্পানি অবস্থান করছে। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।

দরপতনের শীর্ষে থাকা ‘বি’ ক্যাটাগরির কোম্পানিগুলো হলো- ইনফরমেশন সার্ভিসেস, বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিকস, এপেক্স ট্যানাারি এবং শাইনপুকুর সিরামিকস।

‘জেড’ ক্যাটাগরির কোম্পানির মধ্যে রয়েছে- ভিএফএস থ্রেড অ্যান্ড ডাইং, এসকে ট্রিমস, ন্যাশনাল টি কোম্পানি এবং কেয়া কসমেটিকস।

জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে আজ সবচেয়ে বেশি দর কমেছে ইনফরমেশন সার্ভিসেসের। এদিন কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৩০ পয়সা বা ৭.৫২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪০ টাকা ৬০ পয়সায়।

দ্বিতীয় সর্বোচ্চ দর কমেছে বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিকসের। আজ কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ২০ পয়সা বা ৬.৫৭ শতাংশ দর কমে দাঁড়িয়েছে ১৮ টাকা ৯০ পয়সায়।

তৃতীয় সর্বোচ্চ ভিএফএস থ্রেড অ্যান্ড ডাইংয়ের ৪০ পয়সা বা ৫.৮০ শতাংশ দর কমে দাঁড়িয়েছে ৬ টাকা ৫০ পয়সায়।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- এসকে ট্রিমসের ৫০ পয়সা বা ৫ শতাংশ, ন্যাশনাল টি কোম্পানির ৮ টাকা ১০ পয়সা বা ৪.৭৮ শতাংশ, এপেক্স ট্যানারির ৩ টাকা বা ৪.৫২ শতাংশ, শাইনপুকুর সিরামিকসের ১ টাকা ৪.২৯ শতাংশ এবং কেয়া কসমেটিকসের ২০ পয়সা বা ৪ শতাংশ দর কমেছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত