ঢাকা, রবিবার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

প্রধান উপদেষ্টার সঙ্গে ২০ রাজনীতিবিদের সাক্ষাৎ

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ মে ২৫ ১৪:৫৮:০০
প্রধান উপদেষ্টার সঙ্গে ২০ রাজনীতিবিদের সাক্ষাৎ

ডুয়া ডেস্ক: পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রোববার (২৫ মে) বিকেলে সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসবেন। বৈঠকটি অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’তে।

জুলাইয়ে অনুষ্ঠিত গণঅভ্যুত্থানের পক্ষে থাকা রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রত্যেকটি দল থেকে একজন করে প্রতিনিধি অংশ নেবেন এই আলোচনায়।

বৈঠকটি দু’পর্বে বিভক্ত থাকবে। প্রথম পর্বের বৈঠক শুরু হবে বিকেল ৫টায় এবং দ্বিতীয় পর্বের আলোচনা শুরু হবে সন্ধ্যা ৬টায়। উভয় পর্বেই রাজনৈতিক দলের শীর্ষ নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন।

প্রথম দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন—

১। কর্নেল (অব.) অলি আহমেদ, বীর বিক্রম২। মাহমুদুর রহমান মান্না৩। সাইফুল হক৪। জুনায়েদ সাকী৫। হাসনাত কাইয়ুম৬। মুজিবর রহমান মঞ্জু৭। মুজাহিদুল ইসলাম সেলিম৮। খালেকুজ্জামান ভূঁইয়া৯। টিপু বিশ্বাস১০। শেখ রফিকুল ইসলাম বাবলু১১। শহীদ উদ্দিন মাহমুদ স্বপন

দ্বিতীয় দফায় সাক্ষাৎ করবেন—

১। মাওলানা সাদিকুর রহমান২। মাওলানা রেজাউল করিম৩। মাওলানা মামুনুল হক৪। মাওলানা আহমেদ আব্দুল কাদের৫। মাওলানা আজিজুল হক ইসলামাবাদি৬। মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী৭। নুরুল হক নূর৮। মাওলানা মুসা বিন ইজহার৯। মুফতি মাওলানা শাখাওয়াত হোসাইন রাযি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত