ঢাকা, শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

ভিসা ইস্যুতে মার্কিন দূতাবাসের কড়া বার্তা

২০২৫ মে ২৪ ০৯:৪৩:৪৭
ভিসা ইস্যুতে মার্কিন দূতাবাসের কড়া বার্তা

ডুয়া ডেস্ক: যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব লাভ ঠেকাতে ট্রাম্প প্রশাসন আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। এখন থেকে যারা ভ্রমণের ভিসার আবেদন করবেন তাদের যাচাই-বাছাই হবে আরও কঠিনভাবে। বিশেষভাবে নজরে থাকবেন তারা যারা সন্তান জন্মদানের মাধ্যমে মার্কিন নাগরিকত্ব পাওয়ার আশায় দেশটিতে প্রবেশ করতে চান। এ ধরনের আবেদন সরাসরি বাতিল করা হবে।

মার্কিন দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, যদি কর্মকর্তারা মনে করেন কোনও ভিসাপ্রার্থী শুধুমাত্র সন্তান জন্ম দিয়ে নাগরিকত্ব অর্জনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যেতে চান তাহলে তার পর্যটন ভিসা বাতিল করা হবে। এই উদ্দেশ্যকে ‘অননুমোদিত’ বলা হয়েছে।

ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের শুরু থেকেই জন্মসূত্রে নাগরিকত্ব নীতির বিরোধিতা করে একাধিক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন। যদিও এসব আদেশ আইনি চ্যালেঞ্জের মুখে পড়ে এবং সেগুলোর বিরুদ্ধে প্রথম মামলা করে অ্যাকলু (American Civil Liberties Union)।

মার্কিন সংবিধান অনুযায়ী, দেশটিতে জন্মগ্রহণ করলে যে কোনও শিশু স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পায়। ট্রাম্প প্রশাসন এই সংবিধানিক অধিকার পরিবর্তনের চেষ্টা করলেও তা কার্যকর করতে সাংবিধানিক সংশোধন প্রয়োজন যা নির্বাহী আদেশে সম্ভব নয়।

তবে প্রশাসনের এই পদক্ষেপ ‘বার্থ ট্যুরিজম’ বা জন্মভিত্তিক নাগরিকত্ব অর্জনের প্রবণতা রোধে একটি কড়া বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। মূলত অবৈধ ও অপ্রয়োজনীয় ভিসা আবেদন কমিয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে নাগরিকত্বের অপব্যবহার প্রতিরোধই এই উদ্যোগের লক্ষ্য।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে