ঢাকা, শুক্রবার, ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

জাতীয় সরকারের দাবিতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়

২০২৫ মে ২৩ ২৩:২০:০০
জাতীয় সরকারের দাবিতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাবি প্রতিনিধি: জাতীয় সরকার গঠনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে ‘জুলাই মঞ্চ’। শুক্রবার (২৩ মে) রাত ৮টার দিকে মশাল হাতে কয়েকশ মানুষ এই মিছিলে অংশ নেয়।

বিক্ষোভ মিছিলটি টিএসসি থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকাগুলো প্রদক্ষিণ করে। পুরো মিছিলজুড়ে ছিল নানা ধরনের স্লোগান—যেখানে অন্তর্বর্তীকালীন সরকার পুনর্গঠন করে একটি জাতীয় সরকার গঠনের দাবি উঠে আসে।

এছাড়া আওয়ামী লীগ ও ফ্যাসিবাদী শক্তির সহযোগীদের বিচারের দাবিও জানানো হয় মিছিল থেকে। একই সঙ্গে ১৪ দলীয় জোটের রাজনৈতিক নিবন্ধন বাতিল করার আহ্বান জানানো হয় অংশগ্রহণকারীদের পক্ষ থেকে।

জুলাই মঞ্চের নেতারা বলেন, দেশের চলমান সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হলো নিরপেক্ষ ও জাতীয় ঐকমতের ভিত্তিতে একটি অন্তর্বর্তী জাতীয় সরকার গঠন। এজন্য তারা ছাত্রসমাজসহ দেশের সচেতন জনগণকে রাজপথে সক্রিয় হওয়ার আহ্বান জানান।

বিক্ষোভে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতাকর্মী ও নাগরিক সমাজের সদস্যদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে