ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২
মেয়র নির্বাচনে প্রার্থী হবেন সাদিক কায়েম ও হাসনাত?
ডুয়া ডেস্ক: বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ গ্রহণ ঘিরে সৃষ্টি হওয়া অচলাবস্থার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সম্ভাব্য নতুন নির্বাচন নিয়ে আলোচনা শুরু হয়েছে। এই আলোচনায় নতুন মাত্রা যুক্ত হয়েছে যখন এনসিপি’র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে উল্লেখ করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে নানা আলোচনা-গুঞ্জনের মধ্যেই ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ) প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত তাঁর ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটাসে আরও একটি চমকপ্রদ তথ্য দেন।
তিনি বলেন, আসন্ন সিটি নির্বাচনে ইশরাক হোসেনের পাশাপাশি প্রার্থী হিসেবে আলোচনায় আছেন সাদিক কায়েম ও হাসনাত আবদুল্লাহ। এমন মন্তব্যে নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে জল্পনা-কল্পনা আরও বাড়ছে।
পোস্টে রাফে সালমান রিফাত লিখেন,
‘শোনা যাচ্ছে সিটি কর্পোরেশন নির্বাচন দিবে আসিফ মাহমুদ সরকার। এনসিপির মানুষজন ইশরাক হোসেন বনাম হাসনাত আব্দুল্লাহ প্রচারণা চালাচ্ছে। যদি নির্বাচন হয়-ই, আমি আরেকটা অ্যাঙ্গেল দেই। ইশরাক হোসেন বনাম হাসনাত আব্দুল্লাহ বনাম সাদিক কায়েম। খেলা হবে?’
এর আগে, ইশরাক হোসেন ও হাসনাত আব্দুল্লাহকে নিয়ে কথা বলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব উইং জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেন,
‘বিএনপি নেতা ইশরাক হোসেন গত সাত দিনে ঢাকা শহরে যে নাগরিক-দুর্ভোগ সৃষ্টি করে রাজনৈতিক অপরিপক্বতা ও অপরিণামদর্শীতার পরিচয় দিয়েছেন তাতে যদি সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন হয় এবং সেখানে (রুপক অর্থে) হাসনাত আব্দুল্লাহ যদি প্রতিদ্বন্দ্বিতা করেন তাহলে ইশরাক হোসেনের জামানত বাজেয়াপ্ত হতে পারে!’
প্রসঙ্গত, বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ নিতে না দেওয়ার নির্দেশনা চেয়ে করা রিট আবেদন হাইকোর্ট খারিজ করে দিয়েছেন।
বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর ফলে ইশরাক হোসেনের মেয়র পদে শপথ নিতে আর কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন আদালত।
ইশরাকের পক্ষে আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন জানান, এই রায়ের মাধ্যমে তার শপথ গ্রহণের পথ সুগম হয়েছে। তিনি আরও বলেন, আগামী ২৬ মে’র মধ্যে ইশরাককে শপথ নিতে না দেওয়া হলে তা আদালত অবমাননার শামিল হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- ‘নো ডিভিডেন্ড’ ঘোষণার পর শেয়ার দামে রেকর্ড দৌড়