ঢাকা, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

ঘূর্ণিঝড় ‘মন্থা’র আতঙ্কে উপকূলবাসী

২০২৫ মে ২২ ০৯:৩৩:৫১
ঘূর্ণিঝড় ‘মন্থা’র আতঙ্কে উপকূলবাসী

ডুয়া ডেস্ক: আসন্ন ঘূর্ণিঝড় ‘মন্থা’র আশঙ্কায় শ্যামনগরের উপকূলীয় জনপদে দুশ্চিন্তা বাড়ছে। এলাকার প্রায় ১৪৬ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে ২০ কিলোমিটার ঝুঁকিপূর্ণ এবং ২৭টি পয়েন্ট অতি বিপজ্জনক। স্থানীয়রা বলছেন, আগের ঘূর্ণিঝড়গুলোতে বাঁধ ভেঙে বহু ঘরবাড়ি, ফসল, গবাদিপশু ও প্রাণহানি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২৯-৩১ মে’র মধ্যে ‘মন্থা’ আঘাত হানতে পারে। বুড়িগোয়ালিনী, পদ্মপুকুর, কাশিমাড়ী, মুন্সীগঞ্জসহ কয়েকটি ইউনিয়নে ঝুঁকি বেশি। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, ঠিকাদারদের অবহেলায় সময়মতো কাজ হচ্ছে না।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি রয়েছে। উপজেলা প্রশাসনও ঝুঁকিপূর্ণ এলাকাগুলো নজরদারিতে রেখেছে। তবে স্থানীয়দের একটাই দাবি—টেকসই বেড়িবাঁধ ছাড়া উপকূলবাসীর নিরাপত্তা সম্ভব নয়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে