ঢাকা, রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২
আমরা একটা নতুন যাত্রার দিকে যাচ্ছি : ঢাবি ভিসি
.jpg)
ঢাবি প্রতিনিধি:ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান বলেছেন, রাজনীতি মাঝে মাঝে আমাদের এমন অন্ধ করে ফেলে যৌক্তিক কথাও আমাদের ভাল লাগে না। এখনো প্রতিনিয়ত ষড়যন্ত্র চলছে বলে তিনি সবাইকে সতর্ক কনে বলেন, আমাদের সব ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে।
সোমবার (৩০ ডিসেম্বর) রাতে ‘ঢাবি অ্যালামনাই নিউজ‘ পোর্টাল ‘duaa-news.com’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন।
ঢাবি অ্যালামনাই নিউজ পোর্টাল চালুর বিষয়ে আশাবাদ ব্যক্ত করে ড. নিয়াজ আহমদ বলেন, আমরা একটা নতুন যাত্রার দিকে যাচ্ছি। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় অ্যালামনাইর স্বার্থে নিউজ পোর্টালটিকে টিকিয়ে রাখতে হবে।
উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় বিভিন্ন চড়াই উৎরাই পেরিয়ে অতিক্রম করছে। কিন্তু এই যে আমরা একসাথে হয়েছি এটাই বাংলাদেশের শক্তি। আমরা চাই অ্যালামনাই অ্যাসোসিয়েশন বিশ্ববিদ্যালয়ের অংশ হোক, রাজনীতির বলয় থেকে এই প্রতিষ্ঠানগুলো বেরিয়ে আসুক। স্বাধীনভাবে চিন্তা ও মত প্রকাশ করার সুযোগ পাক। যাতে গণতন্ত্র ও গণমানুষের অধিকার সুনিশ্চিত হয়।
ড. নিয়াজ আহমদ বলেন, অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে আমাদের দরকার, আমাদেরকেও তাদের দরকার। এই ধরনের পোর্টাল করা সহজ কথা না। আপনারা আজকে ঘর সংসার বাদ দিয়ে এখানে এসেছেন, এখানে সময় দিচ্ছেন। আমরা আশাবাদী আপনাদের উদ্যোগ ও শ্রম সার্থক হবে।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অমুক আছে, তমুক আছে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের বারান্দা দিয়ে হাঁটলে অনেককিছুই মনে পড়ে। আমি রাজনীতির বাইরের মানুষ। সমস্ত সীমাবদ্ধতা মধ্যে দিয়ে চলতে চাই। বাংলাদেশ এই মুহূর্তে অনেক ষড়যন্ত্র দিয়ে যাচ্ছে এবং সেটি মোকাবেলা করার উপায় পরস্পরের প্রতি বিশ্বাস রাখা এবং একে অপরের হাত ধরে রাখা।
উপাচার্য বলেন, আমাদের পিছনে ফেরার আর সুযোগ নেই, এটা কারোরই নেই। এই কারণে আমাদের একে অপরের হাত ধরে থাকার প্রয়োজন। আপনারা পোর্টাল করেছেন, এটি এখন এগিয়ে নিতে হবে। আমাদের মধ্যে সমন্বয় খুব জরুরী।
অধ্যাপক নিয়াজ বলেন, সরকারের উপর উপর পুরোপুরি নির্ভর হয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবর্তন করা সম্ভব না। সরকার যথেষ্ট আন্তরিক থাকলেও সরকারের একার পক্ষে সবকিছু প্রোভাইড করা সম্ভব না।আমাদের মধ্যে ঐক্য ছিলো না কিন্তু যতক্ষণ আমরা হাত ধরে থাকবো তখন অনেক কিছু করতে পারবো। দুই একটা কাজ ফেল করবো, পাস করবো। আমাদের মধ্যেকার টানপোড়েন থেকে থাকলে সেটি ভুলে যাওয়ার একটি বিষয় আমাদের কাছে আছে সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রতি মমতা। আমরা মাঝে মাঝে এর অর্জন সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে পারি, বসতে পারি।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ঢাকা ইউনিভাসির্টি অ্যালামনাই অ্যাসোসিয়েশন-ডুয়া’র প্রধান পৃষ্টপোষক অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে নিউজ পোর্টালটির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ ও ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন-ডুয়া এর আহ্বায়ক ও নিউজপোর্টালের প্রধান সম্পাদক শামসুজ্জামান দুদু। শুভেচ্ছ বক্তব্য রাখেন নিউজ পোর্টালের সম্পাদক আবদুস সাত্তার মিয়াজী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন-ডুয়া এর সদস্য সচিব ও নিউজপোর্টালের ব্যবস্থাপনা সম্পাদক এ টি এম আবদুল বারী ড্যানী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে আসছে রাষ্ট্র ও বহুজাতিক ১৫ কোম্পানি
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
- ডিএনসিসির শিক্ষাবৃত্তি পাবে ২ হাজার শিক্ষার্থী
- স্কয়ার ফার্মার বাজার মূলধনে নতুন মাইলফলক
- শেয়ারবাজারে বড়দের দাপট, ছোটদের পিছুটান
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৪ প্রতিষ্ঠান
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৭ প্রতিষ্ঠান
- বিকালে আসছে ১০ কোম্পানির ইপিএস
- বিকালে আসছে ২১ কোম্পানির ইপিএস
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১২ কোম্পানি
- শিবলী রুবাইয়াত ও শেখ শামসুদ্দিন শেয়ারবাজারে অবাঞ্ছিত ঘোষণা