ঢাকা, রবিবার, ৩১ আগস্ট ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২
ইশরাকের শপথ ঠেকাতে রিটের রায়ের অপেক্ষা
.jpg)
ডুয়া ডেস্ক: বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদনের শুনানি শেষ হয়েছে। হাইকোর্ট আগামীকাল বৃহস্পতিবার (২২ মে) বেলা পৌনে ১১টায় এ বিষয়ে আদেশ দেবেন।
বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার (২১ মে) রিট আবেদনের শুনানি শেষে আদেশের এই সময় নির্ধারণ করেন।
রিটকারীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন। অন্যদিকে, ইশরাকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল।
মামলার ধারাবাহিকতায় দেখা যায়, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডিএসসিসি নির্বাচনে আ’লীগের প্রার্থী ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন এবং ২ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন ফলাফলের গেজেট প্রকাশ করে। পরবর্তীতে তিনি শপথ নিয়ে মেয়রের দায়িত্ব পালন করেন। বিএনপির প্রার্থী ইশরাক হোসেন ওই নির্বাচনে দ্বিতীয় হয়েছিলেন।
নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ২০২০ সালের ৩ মার্চ আদালতে মামলা করেন ইশরাক। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গত বছরের আগস্টে দেশের সব সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করে অন্তর্বর্তীকালীন সরকার। সেই থেকে ঢাকা দক্ষিণে প্রশাসকের দায়িত্ব পালন করেন অতিরিক্ত সচিব শাহজাহান মিয়া।
এরই ধারাবাহিকতায়, ২০২৪ সালের ২৭ মার্চ নির্বাচনী ট্রাইব্যুনাল শেখ ফজলে নূর তাপসের জয় বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করেন এবং ১০ দিনের মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ দেন। এরপর ২৭ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে।
তবে এ গেজেট প্রকাশকে চ্যালেঞ্জ করে দুই ব্যক্তি—রফিকুল ইসলাম ও মামুনুর রশিদ—আইনি নোটিশ দেন এবং শপথ গ্রহণ ঠেকাতে হাইকোর্টে রিট করেন। তারা অভিযোগ করেন, ট্রাইব্যুনালের আদেশ দ্রুত ও যথাযথ প্রক্রিয়া ছাড়া দেওয়া হয়েছে এবং মেয়রের টার্ম ইতিমধ্যে শেষ হয়ে যাওয়ায় আদেশটির কার্যকারিতা নেই।
রিটে ২৭ মার্চের রায় ও ২৭ এপ্রিলের গেজেট কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং ইশরাক হোসেনকে শপথ গ্রহণ থেকে বিরত রাখতে কেন নির্দেশ দেওয়া হবে না—সে বিষয়ে রুল জারির আর্জি জানানো হয়। পাশাপাশি রায় ও গেজেটের কার্যক্রম স্থগিত রাখারও আবেদন করা হয়।
সব পক্ষের শুনানি শেষে হাইকোর্ট আগামীকাল বৃহস্পতিবার রিটের আদেশ ঘোষণা করবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সম্ভাবনার নতুন দিগন্তে শেয়ারবাজারের খান ব্রাদার্স
- দুই খবরে আলিফ ইন্ডাস্ট্রিজ শেয়ারের চমক
- মূলধন ঘাটতিতে দুই ব্রোকারেজ হাউজ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- চলতি বছর শেয়ারবাজারে আসছে রাষ্ট্রায়াত্ব দুই প্রতিষ্ঠান
- সাকিবের মোনার্কসহ ৮ ব্রোকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতারণা, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই
- মার্জারের সাফল্যে উজ্জ্বল ফার কেমিক্যাল
- বিএসইসির নতুন মার্জিন বিধিমালার খসড়া অনুমোদন
- বিমা আইন সংস্কার: বিনিয়োগ ও আস্থায় নতুন দিগন্ত
- তালিকাভুক্ত কোম্পানির ১৫ লাখ শেয়ার কেনার ঘোষণা
- কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজারে তালিকাভুক্তির পর প্রথম ‘নো ডিভিডেন্ড’
- তিন শেয়ারের অস্বাভাবিক দাম বৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজারে রেকর্ড: বছরের সর্বোচ্চ দামে ১৭ কোম্পানি
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস